প্রীতি পোদ্দার, কলকাতা: বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। হাতে বাকি মাত্র আর কয়েকটা মাস। তাই এই সময়টাকে কাজে লাগানোর জন্য কোমর বেঁধে ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়েছেন শাসকদল থেকে বিরোধী দল। ইতিমধ্যেই আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন উপলক্ষ্যে মহাসমাবেশ রয়েছে ধর্মতলায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর তার আগেই আজ বঙ্গ সফরে এসে দুর্গাপুরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু পা রাখার আগেই ঘটে গেল এক অবাক ঘটনা।
ঠিক কী হয়েছে?
‘সংবাদ প্রতিদিন’ এর রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে দেখা করার আকুতি নিয়ে আজ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সেখানেই ছন্দা প্রামাণিক নামে এক তরুণী হঠাৎ এসে সভাস্থলের বাইরে রাস্তার উপর বসে পড়েন। হাত-পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করেন তিনি। হঠাৎ করে এমন অবস্থা দেখে সকলে হতবাক হয়ে যায়।
নিরাপত্তারক্ষীরা যখন তাঁকে সরানোর জন্য ছুটে আসেন তখন সেই তরুণী কাঁদতে কাঁদতে বলেন, “মোদিজিকে ডেকেছি। বলেছি আসুন, দুর্গাপুর-সহ বাংলার উন্নয়ন প্রয়োজন। বাংলায় কারখানা বন্ধ। আমার ভাই-বোনেরা কাঁদছে। আপনি আসুন।”
কী অভিযোগ ওই তরুণীর?
এখানেই থেমে থাকেননি সেই তরুণী। কাঁদতে কাঁদতে তিনি আরও দাবি করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাঁকে চেনেন! কারণ দুর্গাপুরে আসার জন্য তরুণীই অনুরোধ করেছিল। এছাড়াও তাঁর দাবি তিনি নাকি চিঠি লিখেছেন ট্রাম্পকেও! তাঁর এই দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী আসার সময় চলে আসায় কোনরকমে তড়িঘড়ি সেই মহিলাকে ধরে বেঁধে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশের এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সমস্ত ঘেরাটোপকে অতিক্রম করে এইভাবে ঢুকতে পারলেন তরুণী, তাই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন: হুগলির মুকুটে নয়া পালক, বৈদ্যবাটিকে ‘ক্লিন সিটি’র তকমা কেন্দ্রের
অন্যদিকে জানা গিয়েছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন। সব মিলিয়ে প্রকল্পগুলির মোট অঙ্ক ৫ হাজার কোটি টাকারও বেশি। এছাড়াও বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করলেন। পাশাপাশি বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রেও PNG-র সুবিধা যেমন দেওয়া হবে ঠিক তেমনই পেট্রোল পাম্পের মাধ্যমে CNG-ও সরবরাহ করা হবে।
আজ দুর্গাপুরের সভা থেকে ৫,৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের অধীনে দুর্গাপুর থেকে কলকাতা ১৩২ কিলোমিটার PNG পাইপলাইন।
- রঘুনাথপুর, মেজিয়া DVC তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রন ১৫৪৭ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস।
- পুরুলিয়া-কলকাতার মধ্যে ৩৬ কিমি ডবল রেললাইন প্রকল্পের শিলন্যাস।
- বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য ১৯৫০ কোটি টাকার ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প।