কল্যাণী এক্সপ্রেসওয়েতে গতিতে লাগাম! স্পিড বাড়ালেই মোটা চালান, আইনি পদক্ষেপ

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর রথযাত্রার দিন কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল মোটরবাইক চালক-সহ তিন জনের। শুধু তাই নয় মে মাসেও ওই এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছিলেন। একের পর এক দুর্ঘটনা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই এবার সেই গাড়ির গতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল ব্যারাকপুর পুলিশ।

দুর্ঘটনা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ

প্রতিদিন কল্যাণী এক্সপ্রেস মারফৎ হাজার হাজার গাড়ি যাতায়াত করে। দিন রাত অনবরত এই রুট দিয়ে একাধিক গাড়ি চলছেন তাই ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে চালকদের বারংবার অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালান।

পাশাপাশি ট্রাফিক আইনও যেন মেনে চলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে অনেক চালক সেই নিয়ম ঠিকঠাক ভাবে মানছেন না। তাই এবার তাদের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসন।

নেওয়া হবে আইনি ব্যবস্থা

News 18 বাংলার রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা বজায় রাখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শুরু করল গাড়ির গতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি অভিযান। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বর্তমানে কমিশনারেটের অধীনে পাঁচটি ট্র্যাফিক গার্ড রয়েছে।

ইতিমধ্যে প্রত্যেক ট্রাফিক গার্ডকেই অত্যাধুনিক স্পিড লেজার গান দেওয়া হয়েছে। যার মাধ্যমে খুব সহজেই জানা যাবে কোনও গাড়ি তার নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করছে কি না। যদি চালক সেই সীমা অতিক্রম করেন, তাহলে ওই গাড়ির নম্বর চিহ্নিত করে তার উপর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ‘যোগ্যশ্রী’তে বড় বদল রাজ্যে! এখন সাধারণ পড়ুয়ারাও বিনামূল্যে বসতে পারবেন প্রবেশিকা পরীক্ষায়

এই প্রসঙ্গে কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন যে, “কল্যাণী এক্সপ্রেসওয়েটি বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই দুর্ঘটনা কমাতে প্রযুক্তির সাহায্য নিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে এবার দুর্ঘটনার বাড়বাড়ন্ত অনেকটাই কমবে। কড়া নজরদারি রাখা হয়েছে।”

Leave a Comment