বিক্রম ব্যানার্জী, কলকাতা: EPF অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য খুশির খবর। প্রভিডেন্ট ফান্ডের নিয়মে একাধিক বদল আনছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন বা EPFO। Money Control-এর রিপোর্ট অনুযায়ী, এবার থেকে চাকরি জীবনের 10 বছর অতিবাহিত করলেই EPF অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নিতে পারবেন কর্মচারীরা। EPFO-র এই নয়া সিদ্ধান্তের জেরে এবার ছকে বাঁধা নিয়ম থেকে বেরিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন কর্মীরা। উপকৃত হবেন অনেকেই।
কর্মীদের সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত
আগে সাধারণত দু মাসের বেশি সময় ধরে বেকার থাকা অবস্থায় কিংবা 58 বছর বয়স হয়ে গেলে তবেই EPF অ্যাকাউন্ট থেকে সব অর্থ তুলতে পারতেন কর্মীরা।
তবে এই নিয়মের প্যাঁচে পড়ে যথেষ্ট সমস্যা পোহাতে হতো কর্মচারীদের। এমন অনেকেই রয়েছেন যারা 40 বছর বয়স হলেই আর চাকরি করতে চান না। অনেকেই রয়েছেন যারা নিজের প্রয়োজনের স্বার্থে প্রভিডেন্ট ফান্ডের অর্থ তুলে নিতে চান, তবে পূর্বের নিয়ম অনুযায়ী, 58 বছর বয়স না হওয়ায় নিজের প্রাপ্য অর্থ তোলা যেত না।
এবার সেই বাঁধা ধরা নিয়ম ভেঙে কর্মীদের সুবিধার্থে নতুন নিয়ম আনছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন। আর সেই নিয়ম অনুযায়ী, এবার থেকে 58 বছর বয়স হওয়ার আগেই নিজের EPF অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ তুলে নিতে পারবেন গ্রাহক।
তবে সে ক্ষেত্রে শর্ত একটাই, EPF অ্যাকাউন্ট হোল্ডারকে অন্তত নিজের চাকরি জীবনে 10 বছর কাটাতে হবে। হ্যাঁ, চাকরিতে 10 বছর অতিবাহিত করার পরেই নিজের EPF অ্যাকাউন্ট থেকে জমানো সব অর্থই তুলতে পারবেন কর্মীরা।
অবশ্যই পড়ুন: রাশিয়ার পাশে ঠাঁয় দাঁড়িয়ে ভারত! তেল, গ্যাস কেনায় NATO-র নিষেধাজ্ঞা ওড়াল দিল্লি
প্রসঙ্গত, EPF অ্যাকাউন্টের মোট অর্থ তোলার নিয়মে বদল আনার পাশাপাশি বাড়ি কেনার জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার থেকে নিজের সাধের বাড়ি কিনতে চাকরি জীবনের 3 বছর পূরণ করলেই প্রভিডেন্ট ফান্ডের 90 শতাংশ অর্থ তুলে নিতে পারবেন কর্মীরা। বিশেষজ্ঞদের মতে, কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের এমন সিদ্ধান্তে, যথেষ্ট উপকৃত হবেন দেশের অসংখ্য কর্মী।