বিক্রম ব্যানার্জী, কলকাতা: আয়োজক ইংল্যান্ড বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের হাত ধরে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025-এর যাত্রা। 18 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বার্মিংহামের মাটিতে গড়ায় দুদলের ম্যাচ। সেই রণক্ষেত্রে ইংল্যান্ডকে হারিয়ে জয় পেয়েছে পাক কিংবদন্তিরা। তবে কিংবদন্তিদের এই আসরে ভারতীয় দলের লড়াই শুরু হচ্ছে 20 জুলাই অর্থাৎ রবিবার। বাকি ম্যাচ কবে কবে? রইল লেজেন্ডসদের 22 গজ টুর্নামেন্টের গোটা সূচি।
ভারতের ম্যাচ কবে কবে?
2025 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে যাত্রা শুরু করছে ইন্ডিয়া চ্যাম্পিয়নস। রবিবাসরীয় ম্যাচে ভারতীয় কিংবদন্তিদের মুখোমুখি হবে পাকিস্তান চ্যাম্পিয়নস। বার্মিংহামের মাটিতে রাত 9টায় গড়াবে এই ম্যাচ।
রবিবারের ম্যাচ শেষ হলে একদিন পর অর্থাৎ 22 জুলাই ইন্ডিয়া চ্যাম্পিয়নসকে মুখোমুখি হতে হবে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নসের। নর্দাস্পটনে গড়াবে এই ম্যাচ। এরপর 26 জুলাই অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামবেন ভারতীয় কিংবদন্তিরা। বিকেল 5টায়, লিডসে শুরু হবে এই ম্যাচ।
26 জুলাই অস্ট্রেলিয়ার ম্যাচের পরের দিনই
ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবেন ভারতীয় কিংবদন্তিরা। সেই আসর শেষ হলে ফের 29 জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারতীয় কিংবদন্তিদের দল। লেস্টারে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
প্রসঙ্গত, ভারতীয় কিংবদন্তিদের ম্যাচেরগুলির পাশাপাশি আজ অর্থাৎ শুক্রবার ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস ও ইংল্যান্ড চ্যাম্পিয়নস বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের।
View this post on Instagram
A post shared by World Championship Of Legends | WCL (@worldchampionshipoflegends)
অবশ্যই পড়ুন: পশ্চিমী দুনিয়ার হুঙ্কারের মাঝেই ফের বেড়ে উঠছে ভারত-রাশিয়া-চিনের ত্রিপক্ষীয় জোট
একইভাবে 20 ও 22 জুলাই ভারতের ম্যাচের পর, চলতি মাসের 23 তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ডসরা। এর পরের দিন ইংল্যান্ডের বিরুদ্ধে আবার সম্মুখ সমরে উপস্থিত হবে দক্ষিণ আফ্রিকা।
এরপর 25 জুলাই পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা, 26 জুলাই পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, 27 জুলাই দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, 29 জুলাই অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান এবং সবশেষে ভারতের ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর 31 জুলাই প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বার্মিংহামে। এছাড়াও দ্বিতীয় সেমিফাইনাল 31 জুলাই ও 2 আগস্ট বার্মিংহামের মাটিতেই ফাইনাল হওয়ার কথা।