অর্থাভাবে হয়নি চিকিৎসা! ৫৩ বছরেই প্রয়াত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের শোকের ছায়া বিনোদনের জগতে! হ্যাঁ, তেলেগু চলচ্চিত্র জগতে যার অভিনয়ে দর্শকরা হেসে গড়াগড়ি খেতেন, সেই জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ (Venkat Raj) অর্থাভাবে বিনা চিকিৎসাতেই প্রয়াত হলেন। শুক্রবার রাতে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 53 বছর। সিনেমার জগতে তিনি ফিশ ভেঙ্কট হিসাবেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তার সংলাপ থেকে শুরু করে অ্যাক্টিং, আর কমিক টাইমিং আজও তেলেগু সিনেমা প্রেমীদের মনে গাঁথা রয়েছে।

ভুগছিলেন কিডনি এবং লিভারের রোগে

টুইটারের একটি পোস্টে দাবি করা হচ্ছে, গত কয়েক বছর ধরেই কিডনি এবং লিভারের সমস্যায় ভুগছিলেন ভেঙ্কট। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন। তবে তার জন্য 50 লক্ষ টাকার দরকার ছিল।

 

আর এখানেই বাঁধে বিপত্তি। কারণ সেই টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভবপর হয়নি। মেয়েকে সামনে এনে ভিডিও বার্তায় সাহায্যও চেয়েছিল তাদের পরিবার। “ড্যাডি আইসিইউতে, খুবই সিরিয়াস। কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর বাঁচানো যাবে না।” এমনই বলেছিলেন তার মেয়ে শ্রাবন্তী। কিন্তু বাস্তবতাটা অনেকটাই কঠিন।

ভেঙ্কটের মেয়ের আকুতি মিনতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই। সবথেকে বড় ব্যাপার, একজন নিজেকে তেলেগু সুপারস্টার প্রভাসের সহকারী বলে পরিচয় দিয়ে জানিয়েছিলেন যে, ভেঙ্কটের চিকিৎসার যাবতীয় খরচ তিনি বহন করবেন। শুধুমাত্র কিডনি প্রতিস্থাপনের দিন জানিয়ে দিতে বলেন।

এতে ভেঙ্কটের পরিবার কিছুটা হলেও আশ্বস্ত হয়। তবে কয়েকদিন পরে সেই আশাটুকুও নিভে যায়। কারণ সেই ব্যক্তি ছিলেন ভুয়ো। প্রভাস আদৌ বিষয়টি জানতেনই না। আর এই ফাঁদে পড়েই অসুস্থ অভিনেতার পরিবার তাদের সবথেকে প্রিয় মানুষটাকে হারিয়েছে। ভেঙ্কটের এক আত্মীয় সংবাদমাধ্যমে বলেছে, সত্যি বলতে কেউই সাহায্য করেনি। উল্টে আমরা প্রতারিত হয়ে ওকে হারিয়ে ফেলেছি। 

‘খুশি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু

2001 সালে পাওয়ান কল্যাণ অভিনীত ‘খুশি’ সিনেমা দিয়েই বড় পর্দায় পা রেখেছিলেন ভেঙ্কট। ছোট চরিত্রে শুরু হলেও তার অভিনয় নজর কেড়েছিল সবার। তারপর ‘আদি’, ‘ধী’, ‘বান্নি’, ‘অধুর্স’, ‘ডিজে টিল্লু’, ইত্যাদি একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন। হাসির দৃশ্যগুলোতে তার অভিনয় মানেই ছিল বিনোদন। খল চরিত্রেও নিজের ক্যারিশিমা দেখিয়েছেন। প্রসঙ্গত শেষ সিনেমা ‘কফি উইথ আ কিলার’ অভিনয় করে জীবন থেকেই বিদায় জানালেন এই অভিনেতা।

আরও পড়ুনঃ কোল্ডপ্লেতে পরকীয়া করে শিরোনামে Astronomer CEO! কে এই অ্যান্ডি বায়রন?

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা দক্ষিণ ভারত সহ বিনোদনের দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা থেকে শুরু করে সহ অভিনেতা, পরিচালক সবাই বলছেন, ভেঙ্কট সত্যিকারেই ভালো মানুষ ছিলেন। শেষ সময় তার পাশে না থাকা আমাদের সবারই ব্যর্থতা।

Leave a Comment