”বাচ্চাদের মগজ ধোলাই’, ক্লাস থ্রিয়ের বইয়ে এ কোন ভাষা! বিস্ফোরক পোস্ট শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, বাংলাভাষীদের পরিচয় সংকট এবং প্রশাসনের মধ্যে বাঙালিদের উপেক্ষা এই সকল বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক ক্ষোভ প্রকাশ করেই চলেছে। গত ১৬ জুলাই, কলকাতার রাজপথে এর প্রতিবাদে রীতিমত মিছিল নামিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আদায়ের তাগিদে রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজের স্বার্থে আশ্রয় দিচ্ছেন। আর এই আবহে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে মমতা সরকারকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা নিয়ে।

সোশ্যালে পোস্ট শুভেন্দুর

আজ শুভেন্দু অধিকারীর তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি প্রশ্নপত্রের ছবি পোস্ট করেছেন। আর সেই পোস্টে দেখা যাচ্ছে প্রথম ৫ টি প্রশ্ন মার্ক করা। আর এই ৫ টি প্রশ্নে মুসলিম সম্প্রদায়ের পারিবারিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উত্তর লেখা রয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছাত্রীদের জন্য। যা নিয়ে তুমুল সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এই পোস্টের ক্যাপশনে লিখেছেন যে, “পশ্চিমবঙ্গে শিক্ষা দফতরের দৌলতে বাংলা ভাষার দফারফা অবস্থা। ”

শিক্ষা ব্যবস্থায় রাজনীতির প্রভাব তৃণমূলের!

এছাড়াও, এদিন তিনি এদিন জানিয়েছেন যে এই প্রশ্ন-উত্তর গুলি কাঁথির কিশোর নগর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। শুভেন্দুর দাবি, “তোষনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ছোটো ছোটো বাচ্চাদেরও মগজ ধোলাই এর ব্যবস্থা করছে এই তোষণবাজ সরকারের শিক্ষা দফতর।”

তিনি আরও জানিয়েছেন যে, “এই তোষণবাজ সরকারের উদ্দেশ্যই হলো ভোট ব্যাংক রাজনীতির প্রভাব যেনো সমাজের সর্বস্তরের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এমনকি ছোট শিশুদের চেতনার মধ্যেও।”

আরও পড়ুন: রামকে অপমানের অভিযোগ! ছবি ভাইরাল হতেই ক্ষমা চাইলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

প্রসঙ্গত, বরাবরই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে বিরোধী দলের একাধিক নেতা। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন, তাই তার আগে শাসকদলের ভুলগুলিও চোখে আঙুল দিয়ে দেখানোর দায়িত্ব নিল বিরোধী দল।

Leave a Comment