প্রীতি পোদ্দার, কলকাতা: গত বুধবার অর্থাৎ ১৬ জুলাই বিজেপি নেতা অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে PSC মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট এর একটি কপি পোস্ট করেছিলেন। যার মধ্যে রেড মার্ক করে দেখানো হয়েছিল যে চূড়ান্ত তালিকায় সায়ন ব্যানার্জি নামে এক চাকরিপ্রার্থীর নাম রয়েছে। অবাক করা বিষয় হল সেই প্রার্থীর ‘ব্যানার্জি’ পদবী থাকলেও নামের পাশে ‘ST’ লেখা। আর তাই নিয়ে নানা কটাক্ষ ছুটে আসে প্রশাসনের বিরুদ্ধে।
পাল্টা সাফাই PSC-র
এদিকে PSC সূত্রে খবর, প্রিলিমিনারি পরীক্ষায় স্ক্রুটিনি কোনও কালেই হয় না। মেনস পাশ করে ইন্টারভিউ রাউন্ডে আসার সময়ে সব ডকুমেন্টস খতিয়ে দেখা হবে। এমতাবস্থায় PSC-র চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায়ের এ ব্যাপারে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান যে, ‘এই স্টেজে (প্রিলি) ভেরিফাই করা হয় না। ইন্টারভিউ স্টেজে ডকুমেন্ট ভেরিফাই করা হয়। কেউ নিজেকে ST ক্লেম করে থাকলে আপাতত সেটা তাই থাকে।’
অর্থাৎ ফর্ম ফিল আপের সময়ে ডকুমেন্ট জমা করার প্রয়োজন হয় না। অর্থাৎ সেক্ষেত্রে যদি কেউ ফর্মে নিজেকে SC বা ST হিসেবে দাবি করে টিক দিলে, সে ভাবেই প্রাথমিক ভাবে তিনি গণ্য হবেন।
ফ্রেশ তালিকা প্রকাশের দাবি
এদিকে এই ঘটনা নিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে এই নিয়ে জোর আলোচনা চলছে। অনেকেই বলছে, সায়ন ভুল করেই এই কাজ করেছে। তবে এই ভুলের জন্য ST কাট-অফ মার্কস কম থাকায় তাঁর নাম তালিকায় রয়েছে বলেই অনেকে মনে করছেন। যেখানে জেনারেল ক্যাটিগরির ক্ষেত্রে ‘কাট অফ’ ১৪৫, সেখানে ST ক্যাটিগরিতে ‘কাট অফ’ ১১৭। জল্পনা শুরু হয়েছে একাধিক। আর এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাই সেক্ষেত্রে ভুল সংশোধন করে ফ্রেশ তালিকা প্রকাশের দাবিও জানানো হয়েছে।
নয়া বিজ্ঞপ্তি PSC ওয়েবসাইটে
একের পর এক অভিযোগের আবেদনপত্র জমা পড়তে থাকায় শেষমেশ গতকাল অর্থাৎ শুক্রবার রাতে PSC ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এবং সায়নের ডকুমেন্ট ভেরিফাই করার জন্য তাঁকে ডাকা হয়েছে। যদিও সে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিল। ফলে তাঁর আবেদনপত্রটি সম্পূর্ণ বাতিল করা হয়। আর এই বিষয় নিয়ে এক বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে, “এটাই হলো সোশ্যাল মিডিয়ার ক্ষমতা।”
আরও পড়ুন: সন্তান, বাবাকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনানো লজ্জার! মমতা শঙ্করের মন্তব্যে বিতর্ক
কী বলছেন তরুণজ্যোতি তিওয়ারি
এছাড়াও তিনি তাঁর পোস্টে লিখেছেন যে, ”WBPSC-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সায়ন ব্যানার্জি নামের এক ক্যান্ডিডেট কে ST দেখিয়ে দিয়েছিল। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয় এবং তার ফল হল নয়া নোটিফিকেশন। অন্যান্য আরো নিয়োগ প্রক্রিয়ায় এই একই জিনিস হয়েছে। সেগুলোকে এবার সামনে আনা দরকার। ST বিরোধী পশ্চিমবঙ্গ সরকার এবং সেই জন্যই তাদের অধিকার লুট করার চেষ্টা করছিল।”
এটাই হলো সোশ্যাল মিডিয়ার ক্ষমতা.
WBPSC আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সায়ন ব্যানার্জি নামের এক ক্যান্ডিডেট কে ST দেখিয়ে দিয়েছিল।
সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয় এবং তার ফল হল নিচে দেওয়া নোটিফিকেশন।
অন্যান্য আরো নিয়োগ… pic.twitter.com/xUoydTyl61
— Tarunjyoti Tewari (@tjt4002) July 18, 2025