বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের সিভিকের দাদাগিরি দেখল রাজ্য! পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেল স্টেশনে এক যুবকের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে রেল পুলিশের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। অভিযোগ, স্টেশনের বিশ্রামাগারের কাছে কোলাপসিবল গেট ধরে থাকার সময় ভারী কিছু দিয়ে আঙুলে আঘাত করেছিলেন ওই সিভিক। আর তাতেই আঙুলের একাংশ কেটে যায় বলে দাবি করেছেন যুবক।
GRP-র দাবি
যুবকের অভিযোগের ভিত্তিতে ওই সিভিককে জিজ্ঞাসাবাদ করা হলে পরবর্তীতে তিনি বলেন, যুবককে ওয়েটিংরুমে ঢোকানোর সময় কোনও ভাবে তাঁর আঙুল কেটে গিয়েছে। একই দাবি তুলেছে রেল পুলিশও। তবে ঠিক কোন কারণে যুবকের আঙুল কাটা গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেই দাবি করেছে GRP।
যুবকের অভিযোগ
সমুদ্রগড় স্টেশনে সিভিকের দাদাগিরির খবর ছড়িয়ে পড়তেই স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যাত্রীরা। এদিকে ওই স্টেশনে GRP থানা নেই, তাই কালনা থেকে ছুটে আসেন রেল পুলিশের আধিকারিকরা। যুবকের আঙুল ঠিক কীভাবে কাটা গেল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন GRP আধিকারিকরা।
এদিকে আবার ওই যুবক দাবি করেছেন, তাঁকে জোর করে ওয়েটিং রুমের দিকে নিয়ে যাচ্ছিলেন ওই সিভিক। সেই সময়ে ওয়েটিং রুমের কাছে থাকা কোলাপসিবল গেট ধরে নিজেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। এক কথায়, ওয়েটিং রুমে যেতে চাইছিলেন না যুবক।
অভিযোগ, ওই সময়ে গেট আঁকড়ে ধরলে যুবকের আঙুল গেটের ভেতরে ঢুকে যায়, কিন্তু তা দেখা সত্বেও ওই ভলান্টিয়ার তাঁকে টেনে হিঁচড়ে ওয়েটিং রুমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ঠিক সেই সময়েই যুবকের আঙুলের একাংশ কেটে যায়।
আপাতত যা খবর, বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। যুবকের কাঁটা আঙুল ঠিক করার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আঙুলের একাংশ কেটে যাওয়ায় শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছন ওই যুবক।
যুবকের সঙ্গে অমানবিক ব্যবহার জিআরপি সিভিক পুলিশের, ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সমুদ্রগড় রেলস্টেশনে।
#PurbaBardhamanPosted by Spreading News Bangla on Saturday, July 19, 2025
অবশ্যই পড়ুন: ঢাকায় ACC-র বৈঠকে অংশ নিতে রাজি নয় BCCI সহ একাধিক বোর্ড, এশিয়া কাপ হবে তো?
উল্লেখ্য, ওই যুবকের দাবি, ট্রেন ধরার জন্য সমুদ্রগড় স্টেশনে পৌঁছেছিলেন তিনি। ট্রেন লেট থাকায় স্টেশনের এক কোণায় বসে ফোন ঘাঁটছিলেন যুবক। ঠিক সেই সময়ে, ওই সিভিক এসে তাঁর ফোন কেড়ে নেন। এরপরই প্রতিবাদ জানালে তাঁকে জোর করে ওয়েটিং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। রেল পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনা জানার পরই ওই সিভিককে আটক করা হয়েছে।