সৌভিক মুখার্জী, কলকাতা: শ্রাবণ মাস মানেই ভোলেনাথের পুজোর পবিত্র সময়! চারদিকে কাঁধে কাওয়ার নিয়ে যাত্রা করছে হাজার হাজার ভক্ত। তবে এবার সেই ভক্তির আবহেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্রতা এবং হিংসতা। হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুরে, যা শুধুমাত্র অশ্লীল নয়, বরং ধর্মভক্তি নিয়েও প্রশ্ন চিহ্ন দাঁড় করাচ্ছে!
ভাইরাল ভিডিও
আসলে ঘটনাটি ঘটেছে মির্জাপুর রেলওয়ে স্টেশনে, যেখানে সিআরপিএফের এক জওয়ানকে কানওয়ারগামী কয়েকজন ভক্ত ব্যাপক মারধর করছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক জওয়ান মাটিতে পড়ে রয়েছে এবং তাকে ঘিরে কয়েকজন কানওয়ার ভক্ত বেধড়ক লাথি এবং ঘুষি মারছে। আর এই ভিডিও সামনে আসতেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে নিন্দার ঝড়। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ধর্মের নামে এভাবে ছেলেখেলা করার কী দরকার?
आस्था की आड़ में उत्पात!
यूपी के मिर्जापुर में कुछ कांवड़ियों ने रेलवे स्टेशन पर सीआरपीएफ के एक जवान की बेरहमी से पिटाई कर दी. इसका वीडियो भी सामने आया है. जिसमें कांवड़िये जवान को फर्श पर गिराकर लात-घूसों से पिटते नजर आ रहे हैं. बताया जा रहा है कि सीआरपीएफ के जवान ब्रह्मपुत्र… pic.twitter.com/GOJuSC2JMv
— NDTV India (@ndtvindia) July 19, 2025
কী ঘটেছিল ওই দিন?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ঘটনার দিন ওই সিআরপিএফ জওয়ান ব্রহ্মপুত্র এক্সপ্রেসের টিকিট কাটতে মির্জাপুর স্টেশনে পৌঁছয়। তবে সেখানে কোনও বিষয় নিয়ে তার সঙ্গে কানওয়ারগামী ভক্তদের তর্ক শুরু হয়। আর বিষয়টি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কিছু কানওয়ার ভক্তরা ওই জওয়ানকে হঠাৎ করে আক্রমণ করে বসে। হ্যাঁ, তাকে টেনে রেল স্টেশনের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করা হয়, এমনকি লাথিও মারা হয়।
আর এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় চারপাশের মানুষ। তবে অবাক করার বিষয়, চারপাশের আমজনতা শুধুমাত্র দাঁড়িয়ে থাকলেও কেউ ওই জওয়ানকে রক্ষা করতে এগিয়ে আসেনি। এমনকি অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। কেউ কেউ লিখছে, ভক্তি যদি কাউকে এতটাই হিংস্র করে, তাহলে সেই ভক্তির দরকার নেই।
আরও পড়ুনঃ বলিউডের নয়া সুপারস্টার!! প্রথম ছবিতেই ২৫ বছরের রেকর্ড ভেঙে দিলেন স্টারকিড অহন
গ্রেপ্তার সাত কানওয়ার সদস্য
তবে এই ঘটনার পর মির্জাপুর স্টেশনে আরপিএফ ইনচার্জ চমন সিং জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছই এবং অভিযুক্তদের মধ্যে 7 জনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে আর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে আরো কিছু তথ্য উঠে আসে। শেষ পাওয়া খবর অনুযায়ী, 7 অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে।