ফের নিম্নচাপের ভ্রূকুটি! একুশের সমাবেশ ভেস্তে দেবে বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রায় প্রতি দিনই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা এবং শহরতলিতে। কখনও মুষলধারে তো কখনও আবার ঝিরঝিরে বৃষ্টি। একেবারে নাজেহাল অবস্থা শহরবাসীর। তার উপর আগামীকাল তৃণমূলের মহা সমাবেশের। এমতাবস্থায়, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল গঠনের পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফলে আবারও শহরে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে চলেছে।

নিম্নচাপের ভ্রূকুটি

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে চলেছে। তার জেরে গোটা দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বুধবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে। বৃহস্পতিবার নিম্নচাপের জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আবহাওয়া দফতরের শেষ বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কম থাকবে।তবে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে বেশি।

আরও পড়ুন: দলবদলের তুঙ্গে জল্পনা, ২১ জুলাই তৃণমূলে যোগ দিচ্ছেন হিরণ? মুখ খুললেন নিজেই

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ সোমবার, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায়।

Leave a Comment