সৌভিক মুখার্জী, কলকাতা: ফোনে চার্জ ফুরিয়ে যাওয়ার দিন শেষ। এবার বিরাট সুখবর! খুব শীঘ্রই ভারতের বাজারে এমন একটি স্মার্টফোন (Smartphone) আসছে, যা স্মার্টফোনের সংজ্ঞাকেই বদলে দেবে। হ্যাঁ, এবারের চমক 10,000 mAh ব্যাটারি! শুনতে অবাক লাগলেও এক্কেবারে সত্যি। এমনই এক ফোন বাজারে আসতে চলেছে।
সাধারণত এত ক্ষমতা সম্পন্ন ব্যাটারি সচরাচর আমরা পাওয়ার ব্যাঙ্কে দেখেই অভ্যস্ত। স্মার্টফোনে এরকম ব্যাটারি কল্পনাও করা যায় না। কিন্তু এবার এরকমই শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে আসছে একটি স্লিম স্মার্টফোন, যা মাত্র 8.5 মিলিমিটার পুরু।
কোন সংস্থা আনছে এই ফোন?
যদিও এখনও অফিসিয়ালভাবে কোম্পানির নাম ঘোষণা করা হয়নি, কিন্তু বেশ কিছু সূত্র মারফৎ জানা যাচ্ছে, Realme হতে পারে এই বিপ্লব ঘটানো সংস্থা। কারণ, Realme ইতিমধ্যে একটি 10,000 mAh ব্যাটারির কনসেপ্ট ফোন প্রদর্শন করেছে। আর এই ফোনটি 2026 সালের প্রথমার্ধেই বাজারে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।
So realme have just made a concept phone that:
🔋Has a 10,000mAh Battery (2x most flagships!)
⚡️Supports 320W fast charging (4x most flagships!)
📱Is only 8.5mm thick (very similar to iPhone 16 Pro)Essentially possible because of a battery with the highest energy density so… pic.twitter.com/Ah9u62ONS4
— Arun Maini (@Mrwhosetheboss) May 18, 2025
এয় শক্তিশালী ব্যাটারি কীভাবে সম্ভব?
আসলে এই বিরাট চমকের পেছনে রয়েছে সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি। সাধারণ গ্রাফাইট ব্যাটারির তুলনায় এই নতুন প্রযুক্তির ব্যাটারি অনেক বেশি শক্তিশালী হয় এবং আকারেও ছোট। গ্রাফাইট ব্যাটারি যেখানে প্রতি গ্রামে 372 mAh শক্তি দেয়, সেখানে সিলিকন-কার্বন ব্যাটারি প্রতি গ্রামে প্রায় 4,200 mAh শক্তি দিতে পারে। মানে ভাবতে পারছেন!
প্রসঙ্গত Realme-র এই চমক দেওয়া ব্যাটারিতে মাত্র 10 শতাংশ সিলিকন ব্যবহার করেও 887 Wh/L শক্তি ঘনত্ব পাওয়া যাচ্ছে। অর্থাৎ, ব্যাটারির সাইজ না বাড়িয়েও ফোনে অনেক সময় চার্জ থাকবে। ফলে একবার চার্জ দিলেই বাজিমাত, আর বারবার চার্জ দেওয়ার কোনও ঝামেলা থাকবে না।
স্টাইলেও নজরকাড়া
শুধুমাত্র ব্যাটারি নয়, বরং এই ফোন স্টাইলেও নজর কাড়ছে। সাধারণত বেশি mAh-র ব্যাটারি মানে মোটা ও ভাড়ি ডিজাইন। তবে এই ফোনের ক্ষেত্রে চিত্রটা পুরো উল্টো। হ্যাঁ, ফোনটির পুরুত্ব মাত্র 8.5 মিলিমিটার, যা আজকের বাজারে সচরাচর দেখা যায় না। তবে চিনের বাজারে ইতিমধ্যেই এরকম প্রযুক্তির দেখা মিলেছে। Honor Power ফোনে 8000 mAh-র একটি ব্যাটারি রয়েছে এবং ফোনটি মাত্র 8 মিলিমিটার পুরু।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর হামলা, মৃত ৫! ফের চাঞ্চল্য ওপার বাংলায়
কবে আসছে এই ফোন?
যদিও এখনো পর্যন্ত কোম্পানির নাম বা অফিসিয়াল লঞ্চের তারিখ কিছুই ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞরা অনুমান করছে, 2026 সালের প্রথমার্ধেই এই চমক দেওয়া ফোন বাজারে আসতে পারে। এখন শুধু অপেক্ষা করার পালা।