আমেরিকার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব চিনও, চিন্তা বাড়ল পাকিস্তানের?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি পাকিস্তানের লস্কর-ই-তৈবা অর্থাৎ পহেলগাঁও জঙ্গি হামলার নেপথ্যে থাকা সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে পাকিস্তানকে জোরালো ধাক্কা দিয়েছে আমেরিকা!

তবে সেই ধাক্কার মধ্যেই এবার আমেরিকার এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পুরনো ধারনা বদলে চিন। সদ্য বেইজিংয়ের তরফে আঞ্চলিক নিরাপত্তার রক্ষার্থে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। বন্ধু চিনের এমন পদক্ষেপের পরই কার্যত কপালে হাত ইসলামাবাদের।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলল চিন

রিপোর্ট অনুযায়ী, TRF-কে আমেরিকার সন্ত্রাসী সংগঠন ঘোষণার পরই শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে চিনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান স্পষ্ট জানিয়ে দেন, চিন সব সময় দৃঢ়ভাবে সন্ত্রাসবাদের বিরোধিতা করে আসছে। আগামীতেও করবে। এরপরই, 22 এপ্রিল, পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে জিয়ান বলেন, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা জোরদার করার জন্য আঞ্চলিক দেশগুলিকে সহযোগিতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে চিন।

চিনের বিবৃতিতে কপালে চিন্তার ভাঁজ পাকিস্তানের!

আসলে বন্ধু দেশের তরফে এমন বিবৃতি হয়তো স্বপ্নেও কল্পনা করেনি পাকিস্তান। আচমকা ড্রাগনের সন্ত্রাসবাদ বিরোধী মনোভাব ইসলামাবাদকে যথেষ্ট কোণঠাসা করবে একথা বলাই যায়। কেননা, এতদিন পাকিস্তান আকাশ কুসুম স্বপ্ন দেখে এসেছে হয়তো এবারও TRF ইস্যুতে তাদের পাশে থাকবে চিন। তবে TRF আমেরিকার তরফে সন্ত্রাসবাদি সংগঠনের তকমা পাওয়ার পর, ঠিক উল্টো পথে হেঁটেছে চিন।

আসলে চিনের এমন বিবৃতি পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে আদতেই বড়সড় ধাক্কা। কেননা, এর আগে বেইজিং আপত্তি জানানোয়ে লস্কর ও TRF এর মতো সংগঠনগুলিকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে, চিন বারবার সন্ত্রাসবাদ বিরোধী বিবৃতি ও পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা নিয়ে নিন্দায় সরব হওয়ার কারণে এবার বড়সড় বিপদের আশঙ্কা করছে পাকিস্তান!

 

অবশ্যই পড়ুন: শুরু হল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, কবে ভারত-পাকিস্তানের ম্যাচ? দেখুন সূচি

প্রসঙ্গত, চিনের তরফে সন্ত্রাসবাদ বিরোধী বিবৃতির আগেই আমেরিকার বিদেশ মন্ত্রণালয় TRF সংগঠনটিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন এবং স্পেশালি ডেজিগনটেড গ্লোবাল টেররিস্ট হিসেবে তালিকাভুক্ত করেছে, মুখে না বললেও আসলে এমন সিদ্ধান্তে সায় রয়েছে, পাকিস্তানেরই বেশ কিছু বন্ধু দেশের! এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা।

Leave a Comment