হ্যামস্ট্রিংয়ে চোট শৌভিকের, ডুরান্ডের প্রথম ম্যাচেই অনিশ্চিত ইস্টবেঙ্গলের মধ্যমণি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ডুরান্ড কাপ। সেনাবাহিনীর এই প্রতিযোগিতায় অংশ নিতে এক প্রকার নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে কলকাতা ময়দানের প্রধান ইস্টবেঙ্গল। সমস্ত জল্পনা কাটিয়ে দেশের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের জন্য চলছে প্রস্তুতিও। এমতাবস্থায়, এল দুঃসংবাদ! লাল হলুদ সূত্রে খবর, চোট রয়েছে মাঝমাঠের ভরসা শৌভিক চক্রবর্তীর।

মূলত হ্যামস্টিংয়ে চোট থাকার কারণে রবিবার বাকিদের সাথে সরাসরি প্রস্তুতিতে যোগ দিতে পারেননি শৌভিক। জানা যাচ্ছে, এদিন ফিজিওর সাথে আলাদাভাবে অনুশীলন সেরেছেন এই বঙ্গ ফুটবলার। আর তা নিয়েই এবার লাল হলুদের আকাশে বেড়েছে আশঙ্কার মেঘ। কেউ কেউ বলছেন, চোট থাকায় হয়তো ডুরান্ডের প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না শৌভিক!

রিহ্যাব করাচ্ছেন চক্রবর্তী

ডুরান্ড যেহেতু পাখির চোখ, তাই রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। এদিন একেবারে প্রধান কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানেই শুরু হয় লাল হলুদ বাহিনীর ঘাম ঝড়ানো প্র্যাকটিস। প্রস্তুতিতে যাতে কোনও রকম কমতি না থাকে সেই সব দিক মাথায় রেখেই মাঠে ছেলেদের ভরসা জোগাচ্ছেন স্প্যানিশ কোচ। তবে এরই মাঝে, ডুরান্ডে নামার আগেই লাল হলুদের চিন্তার কারণ হয়ে উঠল চক্রবর্তীর হ্যামস্ট্রিং চোট।

আপাতত সূত্রের যা খবর, এখনই চোট সারিয়ে প্রথম ম্যাচে নামাটা শৌভিকের জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে। তাই আপাতত নাকি রিহ্যাব করিয়ে তাঁকে পুরোপুরি ফিট করে তোলাই দলের লক্ষ্য। আসলে চক্রবর্তীকে নিয়ে বিশেষ কোনও ঝুঁকি নিতে রাজি নয় ইস্টবেঙ্গল। কাজেই, এখন দেখার ডুরান্ডের প্রথম ম্যাচে শৌভিক লাল হলুদকে সঙ্গ দিতে পারেন কিনা।

অবশ্যই পড়ুন: ম্যানচেস্টার টেস্টের আগেই চোট টিম ইন্ডিয়ার তারকা পেসারের, এন্ট্রি নিচ্ছেন CSK-র তরুণ!

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবারই ইস্টবেঙ্গলের হয়ে অনুশীলনে নামেন প্যালেস্টাইন তারকা মহম্মদ রশিদ। অন্যদিকে মাঠে এসেও অনুশীলন সারেননি সউল ক্রেসপো, মিগুয়েল, কেভিনেরা। কিন্তু ঠিক কোন কারণে তাদের অনুশীলনে পাওয়া গেল না সে বিষয়টা, এখনও খোলসা করেনি দল। একইভাবে, শহরে পা রাখলেও প্রিয় তারকা দিমিকে ডুরান্ডের প্রথম ম্যাচে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলেই। সব মিলিয়ে, সেনাবাহিনীর টুর্নামেন্টে ঝাঁপিয়ে পড়ার আগে কার্যত বেশ কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে লাল হলুদকে!

Leave a Comment