বড় ধাক্কা খেলো টিম ইন্ডিয়া! চোটের কারণে বাকি দুই টেস্ট থেকে বাদ নীতিশ কুমার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রাক্কালে বড়সড় ধাক্কা খেলো ভারতীয় দল! জানা যাচ্ছে, চোটের কারণে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। শুধু তাই নয়, নীতিশ ছাড়াও টিম ইন্ডিয়ার আরও দুই তারকার চোট রয়েছে। এমতাবস্থায়, ইংলিশদের বিরুদ্ধে ম্যানচেস্টারের ময়দানের মরণ বাঁচন লড়াইটা আরও কিছুটা কঠিন হয়ে গেল বলেই দাবি বিশেষজ্ঞদের।

নীতিশের চোট গুরুতর

ESPNCricinfo-র রিপোর্ট বলছে, 20 জুলাই অর্থাৎ রবিবার, ভারতীয় দলের অনুশীলনের সময় জিমে গুরুতর চোট পেয়েছিলেন তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। এরপর তড়িঘড়ি দীর্ঘ শুশ্রূষা পর্ব শেষ করে স্ক্যান করানোর পরই ধরা পড়ে রেড্ডির লিগামেন্টে ভাল রকম চোট লেগেছে। আর তাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টেস্ট থেকে বাদ পড়লেন তারকা অলরাউন্ডার।

চোটে ভুগছেন আরও দুই তারকা

ইংল্যান্ড সিরিজের মাঝে চোটের ফাড়া নিয়েই চলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। নীতিশ কুমার রেড্ডির চোট ছাড়াও ভারতীয় দলের তারকা পেসার অর্শদীপ সিংয়েরও গুরুতর চোট রয়েছে। জানা যায়, ম্যানচেস্টার টেস্টের আগে অনুশীলন চলাকালীন হাত কেটে ফেলেছিলেন অর্শদীপ। এরপর তাঁর হাতে সেলাইও পড়ে বলেই খবর।

মূলত সে কারণেই, টেস্ট দলে সুযোগ পেলেও সাদা জার্সির ফরম্যাটে অভিষেক হওয়া নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি ভারতীয় দলের আরেক তারকা পেসার আকাশদীপেরও চোট রয়েছে। জানা যাচ্ছে, আচমকা কুঁচকিতে চোট পেয়েছেন ভারতীয় তারকা। সব মিলিয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে 1-2 ব্যবধানে পিছিয়ে থাকার পর প্লেয়ারদের চোট নিয়ে আরও কিছুটা দুশ্চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার।

 

অবশ্যই পড়ুন: হ্যামস্ট্রিংয়ে চোট শৌভিকের, ডুরান্ডের প্রথম ম্যাচেই অনিশ্চিত ইস্টবেঙ্গলের মধ্যমণি

উল্লেখ্য, চোটকে কারণ করে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টেস্ট থেকে বাদ পড়েছেন নীতিশ কুমার রেড্ডি। তবে বিগত টেস্টগুলিতে দলে থেকেও খুব একটা আহামরি কিছু করে দেখাতে পারেননি এই ভারতীয় তারকা। বলা বাহুল্য, ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অংশ নিয়ে মাত্র 2 রান করেছিলেন তিনি। সে আসরে উইকেটও পাননি নীতিশ।

পাশাপাশি তৃতীয় টেস্টের ময়দানে প্রথম ইনিংসে 30 এবং পরের ইনিংসে 13 রান করেছিলেন ভারতীয় অলরাউন্ডার। উইকেট পেয়েছেন মাত্র 3টি। কাজেই, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে বিগত টেস্টগুলিতে তিনি যে আহামরি কিছু করে দেখিয়েছেন তেমনটা নয়। ফলত, নীতিশ বাদ পড়ায় বাকি ম্যাচগুলিতে ভারতের খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment