সবচেয়ে বেশি ইউরেনিয়াম থাকা সত্ত্বেও পারমাণবিক অস্ত্রশস্ত্র থেকে বহুদূরে এই দেশ! কারণ কী?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সবার আগে নাম আসে পারমাণবিক অস্ত্রশস্ত্রের। হ্যাঁ, সে রাশিয়া-ইউক্রেন সংঘাত হোক কিংবা ভারত-পাক সংঘর্ষ অথবা ইরান-ইজরায়েলের অতি সাম্প্রতিক সংঘাত। সব ক্ষেত্রেই, পরমাণু অস্ত্রশস্ত্রের হুঙ্কার ছেড়েছে শক্তিধারীরা।

তবে অনেকেই হয়তো জানেন না, এই পারমাণবিক অস্ত্রশস্ত্র বা পারমাণবিক বিদ্যুৎ তৈরির প্রধান কাঁচামাল অর্থাৎ ইউরেনিয়ামের বিপুল মজুদ থাকা সত্ত্বেও বিশ্বে এমন একটি দেশ রয়েছে যাদের কাছে কোনও রকম পারমাণবিক অস্ত্রশস্ত্রই নেই। হ্যাঁ, ইউরেনিয়ামের নিরিখে বিশ্বের সবচেয়ে বড় দেশ হওয়া সত্বেও পারমাণবিক বোমা বা অস্ত্রশস্ত্র নিয়ে কোনও উচ্চবাচ্য করে না অস্ট্রেলিয়া। কিন্ত কেন?

ইউরেনিয়ামের ব্যবহার

আসলে ইউরেনিয়াম হল সেই ধাতু যা থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কিংবা পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। এটি মূলত একটি তেজস্ক্রিয় উপাদান যা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল শক্তি উৎপাদন করতে সক্ষম। তবে, পারমাণবিক বিদ্যুৎ বা পারমাণবিক অস্ত্রশস্ত্রের প্রধান জ্বালানি হিসেবে বিবেচিত এই ইউরেনিয়ামের বিপুল মজুদ থাকা সত্ত্বেও তা নিজেদের প্রতিরক্ষার জন্য ব্যবহার করেনা অস্ট্রেলিয়া। কারণ কী ?

অস্ট্রেলিয়ায় ইউরেনিয়ামের মজুদ

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ায় 1.68 মিলিয়ন টনেরও বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে। যা পৃথিবীর মোট ইউরেনিয়ামের প্রায় এক-তৃতীয়াংশ। তবে অবাক করা বিষয়, ইউরেনিয়ামের ভান্ডার থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বুকে গড়ে ওঠেনি কোনও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেই কোনও পরমাণু অস্ত্রশস্ত্রও। জানা যায়, অস্ট্রেলিয়া নিজের স্বার্থে এই ইউরেনিয়াম ব্যবহার করার বদলে তা রপ্তানি করেই অর্থনীতিকে টিকিয়ে রেখেছে।

অর্থাৎ, নিজে ব্যবহার না করে অন্যান্য দেশগুলির কাছে এই ইউরেনিয়াম বিক্রি করে অস্ট্রেলিয়া। বলা বাহুল্য, অস্ট্রেলিয়ার প্রধান তিন স্থান অর্থাৎ অলিম্পিক ড্যাম, হানিমুন এবং বেভারলি ফোর মাইল থেকে বছরে বিপুল পরিমাণ ইউরেনিয়াম উত্তোলন করা হয়ে থাকে। তবে রিপোর্ট বলছে, ও দেশে এই মুহূর্তে অলিম্পিক ড্যাম এবং ফোর মাইল, এই দুই কেন্দ্রই চালু রয়েছে।

 

অবশ্যই পড়ুন: সমুদ্রগড় স্টেশনে যুবকের আঙুল কেটে নেওয়ার অভিযোগ! ভয়ঙ্কর কাণ্ড সিভিকের

কেন পারমাণবিক বিদ্যুৎ বা অস্ত্রশস্ত্র থেকে দূরত্ব বজায় রেখেছে অস্ট্রেলিয়া?

বিপুল ইউরেনিয়াম মজুদ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা পরমাণু অস্ত্র না থাকার একমাত্র কারণ অস্ট্রেলিয়ার পারমাণবিক শক্তি বিরোধী আন্দোলন। হ্যাঁ, 1970 সাল থেকে দেশটির সাধারণ মানুষ, পরিবেশবিদ সহ অন্যান্য কর্মীরা, ক্রমাগত পারমাণবিক শক্তি ও অস্ত্রের বিরোধিতা করে আসছেন। তাছাড়াও বর্তমানে এই দেশটি ব্যাপকভাবে কয়লার ওপর নির্ভরশীল।

রিপোর্ট বলছে, বহুবার অস্ট্রেলিয়ার মুভমেন্ট অ্যাগেইনস্ট ইউরেনিয়াম মাইনিং ও ক্যাম্পেইন অ্যাগেইনস্ট নিউক্লিয়ার এনার্জির মতো একাধিক সংগঠন পারমাণবিক অস্ত্র উৎপাদনের বিরোধিতা করে এসেছে। মূলত সেই সব কারণেই গোটা বিশ্বকে ইউরেনিয়াম সরবরাহ করলেও নিজে পারমাণবিক অস্ত্রশস্ত্র তৈরি করেনা অস্ট্রেলিয়া।

Leave a Comment