সহেলি মিত্র, কলকাতাঃ ফের দুর্যোগের মুখে দাঁড়িয়ে বাংলা। ২৪ জুলাইয়ের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামীকাল ২৩ থেকে ২৭ জুলাই দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, আজ মঙ্গলবার থেকেই বদলে যাবে জেলার পর জেলার আবহাওয়া। আকাশ কালো করে নামবে বৃষ্টি। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া।
হাওয়া অফিস বুলেটিনে জানিয়েছে, “গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমী বায়ুর প্রবাহ এখন জম্মু, চণ্ডীগড়, সারসাওয়া, ফতেহগড়, বারাণসী, রাঁচি, দিঘা এবং সেখান থেকে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতিক্রম করেছে। দক্ষিণ ওড়িশা-উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশের পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ ওড়িশা এবং আশেপাশের অঞ্চলের উপর অবস্থিত এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, উচ্চতা সহ দক্ষিণ-পূর্ব দিকে হেলে আছে। ২৪ জুলাই, ২০২৫ সালের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।” তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ (Weather Today) কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের জন্য, আইএমডি ২৭শে জুলাই পর্যন্ত বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। ২৫শে জুলাই থেকে ২৭শে জুলাইয়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
বুধবার থেকে দক্ষিবঙ্গের জেলাগুলিতে বাড়বে দুর্যোগ। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী এবং বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ২৫ জুলাই থেকে আবার বৃষ্টি বাড়বে।