ফাঁড়ির সামনেই নাবালিকাকে ওড়না পেঁচিয়ে টেনে নিয়ে গেল ওরা! পশ্চিম মেদিনীপুরে ভয়ঙ্কর ঘটনা

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের প্রকাশ্যে অসহনীয় বর্বরতার শিকার হল এক নাবালিকা! গলায় ওড়না দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে কয়েকজন মহিলা! দিনে দুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়ার পুলিশ ফাঁড়ির সামনে প্রকাশ্য জনবহুল এলাকায় এইরূপ ভয়ংকর দৃশ্য দেখেও এগিয়ে এল না কেউ। তুমুল শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে।

ঘটনাটি কী?

‘জি ২৪ ঘণ্টা’-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ঘাটাল ব্লকের গোবিন্দপুর এলাকায়। সেখানকার বাসিন্দা ওই নাবালিকা মা মারা যাওয়ার পর থেকেই মামারবাড়িতে থাকেন। সেখানেই পড়াশোনা থেকে শুরু করে বড় হওয়া সবটাই হয়েছে তার। কিন্তু এইমুহুর্তে সে বড় হয়ে মামারবাড়িতে আর থাকতে চায়না, তাই সে চলে এসেছে তার বাবা, দাদাদের কাছে। আর এখানেই হয়েছে ঝামেলা।

কেন এমন অত্যাচার?

মেয়েটির অপরাধ ছিল যে কেন সে নিজের ইচ্ছায় বাবা এবং দাদাদের কাছে ফিরে গিয়েছে। আর সেই কারণেই এবার মামাবাড়ির লোকজনেরা রেগে গিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে রীতিমত খড়ার পুলিশ ফাঁড়ির সামনেই গলায় ওড়না দিয়ে টানতে টানতে নিয়ে যায়। এই ঘটনায় তরুণীর বাবা ও তার দাদার দাবি, ও মামারবাড়িতে একদমই ফেরত যেতে চায় না। আর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মামাবাড়ির লোক। আর এমন ঘটনায় তাই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন: উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! বাড়িতে জুয়ার আসর বসিয়ে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ৮

কিছুদিন আগে পুরীতে এমনই এক তরুণীর উপর প্রকাশ্যে দিনেদুপুরে ভয়ংকর অত্যাচার চালানো হয়েছিল। পুলিশের তরফে জানা গিয়েছিল ওই তরুণী নাকি বন্ধুর বাড়ি থেকে বই দিয়ে ফেরার পথে হঠাৎ করে তিন অজ্ঞাতপরিচয় যুবক রাস্তা আটকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ওই কিশোরীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্যাতিতাকে উন্নত চিকিত্‍সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি AIIMS-এ নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Comment