ভিনরাজ্য দূর, এ রাজ্যেই শাসানির শিকার বাঙালি! তৃণমূল বিধায়কের ভিডিও পোস্ট শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার এবং বাংলায় কথা বলার কারণে বাংলাদেশী তকমা শুনতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। যার জেরে বেশ ক্ষুব্ধ মমতা ব্যানার্জি। সেই কারণে গত ১৬ জুলাই এই ঘৃণ্য মনোভাবের বিরোধিতা করতে রাজপথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসকদলের একাধিক নেতা এবং নেত্রী। কিন্তু এবার বাংলাতেই বঞ্চনার শিকার হলেন এক বাঙালি! অভিযোগের তীর তারকেশ্বরের বিধায়কের দিকে। ভাইরাল ভিডিও পোস্ট করে জলজ্যান্ত প্রমাণ দিলেন শুভেন্দু অধিকারী।

ভাইরাল ভিডিও

এদিন শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তারকেশ্বরের তৃণমুল বিধায়ক রামেন্দু সিংহ রায় এক দোকাদারকে হুঁশিয়ারি দিচ্ছে। এই ভিডিও পোস্ট করার পাশাপাশি শুভেন্দু অধিকারী লিখেছেন যে, “ এই দোকানদার আসলে আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বাসিন্দা, যিনি তারকেশ্বরের তৃণমুল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের এলাকায় দোকানদারি করেন, তাঁকে শাসাচ্ছেন!”

এছাড়াও এদিন তাঁর পোস্টে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে ওনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার? তবে একটা কথা বলি রামেন্দু সিংহ রায় কে, নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয়, কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক। কথাটা মাথায় রাখবেন।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood।

আরও পড়ুন: মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন! এলাকা জুড়ে চাঞ্চল্য

পুলিশকে হুমকি তারকেশ্বরের বিধায়কের

উল্লেখ্য এর আগেও তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়কে পুলিশের সঙ্গে হুমকির সুরে কথা বলতে দেখা গিয়েছিল। গত বছরের শেষের দিকে তারকেশ্বরে রেল হকারদের ওপর রেল পুলিশের অত্যাচারের প্রতিবাদে আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল হকার ইউনিয়নের সদস্যরা। সেই সময় রেল পুলিশের অফিসে বিধায়ক কথা বলার সময় একটি ভিডিওতে দেখা গিয়েছিল যে তারকেশ্বর বিধায়ক আরপিএফের ওসি অনিল মিশ্রকে আঙুল উঁচিয়ে হুমকি সুরে কথা বলছেন। যা নিয়ে শাসকদলে তীব্র সমালোচনায় ঝড় উঠেছিল।

Leave a Comment