প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়মে একাধিক পরিবর্তনের পর অবশেষে WBCHSE-এর তরফে জানানো হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ঝড় বৃষ্টির মধ্যেই এবছর দ্বিতীয় ও চতুর্থ দু’টি সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। এবং পরীক্ষায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে পূর্ব ঘোষিত অনুযায়ী OMR শিটেই ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে। তবে এবার সেই নিয়মে আরও এক বড় পরিবর্তন আনা হতে চলেছে পঞ্চাশ বছর পর প্রথমবার বদলাতে চলেছে।
পরীক্ষার খাতায় বড় নিয়ম বদল
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এখন থেকে পরীক্ষার্থীর নাম পরীক্ষার খাতায় লেখা যাবে না। এই প্রসঙ্গে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, “এই নিয়ম সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মানা হয়। আমরা প্রথম এই প্রথা উচ্চ মাধ্যমিক স্তরে চালু করলাম। দ্বিতীয় ও চতুর্থ এই দু’টি সেমিস্টারের কোনও উত্তরপত্রে নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের।’’ তবে পরীক্ষার খাতায় নাম না লিখলেও প্রত্যেক পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর লিখতে হবেই।
কেন এই সিদ্ধান্ত?
এদিকে উত্তরপত্রে নাম না লেখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, OMR শিটে পরীক্ষা হওয়ায় নাম লেখার জায়গা দেওয়াও প্রায় অসম্ভব। অন্তত ২৬টি শব্দের জন্য ২৬টি ঘর রাখতে হবে, তার জন্য এই ব্যবস্থা। এছাড়াও পরীক্ষার সময় উত্তরপত্রে নাম লিখলে কোনো পরীক্ষকের কাছে তা সহজেই চিহ্নিত হয়ে যায়। সেক্ষেত্রে স্বচ্ছতা আনতে এই নয়া ব্যবস্থা। তা ছাড়া OMR শিটে কোনো ভুল তথ্য লিখলে উত্তরপত্র বাতিলের সম্ভাবনাও থেকে যায়।
আরও পড়ুন: ভিনরাজ্য দূর, এ রাজ্যেই শাসানির শিকার বাঙালি! তৃণমূল বিধায়কের ভিডিও পোস্ট শুভেন্দুর
যদিও উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের নেওয়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে অনেকেই সমর্থন করেছে। এই প্রসঙ্গে, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন যে, ‘‘উচ্চ মাধ্যমিকের ইতিহাসে এই প্রথম নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের। এতে তাদের সুবিধা হবে বলেই আমি মনে করি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি।” ইতিমধ্যেই স্কুলে স্কুলে সেই গাইডলাইনও পাঠিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।