৬ সপ্তাহের বিশ্রাম পন্থের! ঋষভের জায়গায় ঈশান কিষাণকে সুযোগ দিতে পারে BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যানচেস্টার টেস্ট চলাকালীন চোটের কারণে কার্যত ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। জানা যাচ্ছে, পন্থের চোট গুরুতর হওয়ায় তাঁকে অন্তত 6 সপ্তাহ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট বোর্ড ঋষভের বাদ পড়া নিয়ে মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ভারতীয় তারকার বিকল্প খুঁজে নিয়েছে বলেই খবর। HT-র প্রতিবেদন অনুযায়ী, ঋষভের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে জায়গা পেতে পারেন ঈশান কিশান। সেই মতোই তোরজোর চলছে টিম ইন্ডিয়ার অন্দরে।

ঈশানের সাথে যোগাযোগ করেছে নির্বাচন কমিটি!

আপাতত যা খবর, চোট যন্ত্রণার কারণে চিকিৎসকদের তরফে 6 সপ্তাহের বিশ্রামের নির্দেশ পাওয়ায় আপাতত মাঠে নামতে পারছেন না পন্থ। তাই অগত্যা বিকল্প খুঁজতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। জানা যাচ্ছে, সেই লক্ষ্যেই এবার একজন দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঈশান কিশানকেই দেখছে নির্বাচন কমিটি। জানা গিয়েছে, ঈশানকে দলে টানতে ইতিমধ্যেই নাকি তাঁর সাথে যোগাযোগ করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। আসলে নির্বাচন কমিটি চাইছে, ধ্রুব জুরেলের পাশাপাশি একজন দক্ষ উইকেট রক্ষক ব্যাটসম্যানকে ধরে রাখতে। হয়তো সেই কারণেই ঈশানকে সুযোগ দেওয়া হতে পারে।

তবে জানা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত ঈশান পুরোপুরি ফিট নন। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেটারকে টেস্ট দলে নিতে একপ্রকার উঠে পড়ে লেগেছে ম্যানেজমেন্ট! শোনা যাচ্ছে, ঈশানকে টেস্ট দলে জায়গা দেওয়ার বিষয়ে একমত প্রধান কোচ গৌতম গম্ভীরও। কাজেই, এখন দেখার শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর ফের ভারতীয় টেস্ট দলে ঈশান জায়গা পান কিনা।

অবশ্যই পড়ুন: কম্বোডিয়ায় ভয়াবহ হামলা থাইল্যান্ড সেনার! মৃত ১২, হঠাৎ কেন সংঘর্ষে লিপ্ত হল দুই দেশ?

প্রসঙ্গত, 2023 সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে শেষ বারের মতো টি-টোয়েন্টির 22 গজে দেখা মিলেছিল ঈশানের। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যায়নি তাঁকে। যদিও ওই একই বছরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে অংশ নিয়েছিলেন ভারতের তরুণ ক্রিকেটার ঈশান।

Leave a Comment