দু’বার ‘ব্যর্থ’ হয়েও ছাড়েনি হাল! UGC-র JRF পরীক্ষায় প্রথম হলেন বাংলার মেয়ে নিলুফা ইয়াসমিন

প্রীতি পোদ্দার, কলকাতা: অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের পর অবশেষে সাফল্যের শিখরে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা নিলুফা ইয়াসমিন। দুবার ব্যর্থতার পর অবশেষে UGC NET JRF 2025 পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করল এই মেধাবী ছাত্রী। ইয়াসমিনের এই সাফল্যে গর্বিত গোটা বাংলা। এছাড়াও এই পরীক্ষায় সাংবাদিকতা ও গনজ্ঞাপন বিষয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলার আরও এক মেধাবী ছাত্রী রিক্তা চক্রবর্তী। শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যর্থ হয়েও হাল ছাড়েনি নিলুফা ইয়াসমিন!

স্কুল জীবনের শুরু থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন নিলুফা ইয়াসমিন। পরবর্তী সময়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও নিলুফা তাঁর মেধার পরিচয় দিয়েছেন। কাটোয়া DDC হাই স্কুল থেকে কাটোয়া কলেজ, পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি ধাপ পেরিয়ে যান সাফল্যের সঙ্গেই। পড়ানোর প্রতি ভালবাসা থেকেই তিনি শিক্ষকতা পেশাকে জীবনের লক্ষ্য করেছেন। সেই লক্ষ্যেই হাতে কলমে প্রস্তুতি শুরু করেছিলেন UGC NET ও JRF-এর জন্য। কিন্তু দু’বার ইউজিসি নেট পরীক্ষা দিয়েও সফল হননি। ব্যর্থ হয়েও মনোবল চাঙ্গা রেখেছেন তিনি। আর তাতেই এবার UGC NET JRF 2025 পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইণ্ডিয়ায় প্রথম হলেন নিলুফা ইয়াসমিন।

কী বলছেন নিলুফা?

এই প্রসঙ্গে নিলুফা জানিয়েছেন, ‘আমি এই পরীক্ষায় আগেও দু’বার বসেছি, কিন্তু আশানুরূপ ফল পাইনি। তবে ব্যর্থতা এলেও আমি সাফল্যের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছি, থেমে যায়নি। নিজের ভুলগুলো বিশ্লেষণ করে আমি ফের পরীক্ষায় বসি। তবে সর্বভারতীয় স্তরে যে প্রথম হব সেটা আশা করিনি। অনলাইনে যখন দেখতে পাই বাংলা বিষয়ে একশোর মধ্যে ১০০ পেয়েছি আনন্দে কেঁদে উঠেছি।’এক ছোট শহরের ছাত্রী হয়ে গোটা দেশের মধ্যে সেরার সেরা হয়ে ওঠার যে মুহূর্তে সেই সত্যিই খুবই গর্বের।

আরও পড়ুন: নাম লিখতে হবে না উত্তরপত্রে! পাঁচ দশক পর উচ্চ মাধ্যমিকের নিয়মে বদল আনল সংসদ

শুভেচ্ছা বার্তা মমতার

মেয়ের এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা পরিবার। ভবিষ্যতে সে পিএইচ.ডি-তে ভর্তি হয়ে গবেষণার মাধ্যমে সমাজের জন্য কিছু করে দেখাতে চায়। তাঁর এই সাফল্যে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ UGC-NET-এ ভারতে প্রথম স্থান অধিকার করার জন্য পূর্ব বর্ধমানের কাটোয়ার নিলুফা ইয়াসমিনকে অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় UGC-NET-এ ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকে অভিনন্দন। তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে। তোমাদের অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন।’

 

Leave a Comment