বিক্রম ব্যানার্জী, কলকাতা: খাতায় কলমে সই করালেও জয় গুপ্তাকে নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি ইস্টবেঙ্গল। এরই মাঝে জানা গেল ডুরান্ড কাপের ময়দানে নামবেন না জয়। সূত্রের খবর, বছর 23-এর এই ফুটবলারকে সেনাবাহিনীর টুর্নামেন্টে নামাতে চায় না লাল হলুদ ম্যানেজমেন্ট। মূলত সেই কারণেই তাঁকে নিয়ে এখনই কোনও পাকা সিদ্ধান্ত ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ঠিক কবে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নামবেন জয়?
কবে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন জয় গুপ্তা?
বিগত সপ্তাহগুলিতে জয় গুপ্তাকে নিয়ে মাতামাতি কম করেননি লাল হলুদ সমর্থকরা। শোনা গিয়েছিল সেই মতোই জল্পনাকে সত্যি করে এই ভারতীয় ফুটবলারকে চূড়ান্ত করে নিয়েছে বাগান প্রতিবেশী। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনও বাকি। সূত্র বলছে, এফসি গোয়ার হয়ে গত মরসুমে খুব একটা সুযোগ না পেলেও এবার লাল হলুদের জার্সি গায়ে সেই অপ্রাপ্তি মিটিয়ে নেবেন জয়।
এখন প্রশ্ন, কবে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন জয় গুপ্তা?
সূত্র যা বলছে, ডুরান্ড কাপে যেহেতু এফসি গোয়ার এই প্রাক্তনীকে খেলানো যাচ্ছে না, ফলে কিছুটা সময় নিয়ে পাকাপাকিভাবে সমস্ত চুক্তিপত্র মিটিয়ে খুব সম্ভবত ইন্ডিয়ান সুপার লিগের আগে জয়কে দলে টানবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই সূত্র ধরেই হয়তো ISL এ লাল হলুদ জার্সি গায়ে দেখা মিলতে পারে এই স্বদেশীর।
অবশ্যই পড়ুন: দলের স্বার্থে প্রায় ভাঙা পায়েই মাঠে ঋষভ পন্থ, অর্ধশতরান করে ফিরতে হল প্যাভিলিয়নে
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগ আপাতত অনিশ্চিত। ফেডারেশনের সাথে সমস্যা থাকায় এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে FSDL থেকে শুরু করে অন্যান্য ISL ক্লাবগুলিকে। এদিকে পুরনো চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের 8 ডিসেম্বর।
ফলত, পুরনো ঝামেলা না মিটিয়ে যে নতুন চুক্তি সম্ভব নয় সে কথা বহু আগেই জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের নিয়ন্ত্রক সংস্থা FSDL। তবে এসবের মাঝে ISL অনিশ্চিত জেনেও একের পর এক নতুন ফুটবলার সই করিয়েছে ইস্টবেঙ্গল। তবে একাধিক নতুন প্লেয়ারের সাথে চুক্তির মাঝেই জয় গুপ্তাকে নিয়ে অপেক্ষা বাড়ল মশাল বাহিনীর সমর্থকদের।