বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার ডার্বির ঠিকানা কল্যাণী স্টেডিয়াম। বিকেল গড়াতেই একে অপরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই মহারণ শুরু হতে বাকি আর কয়েকটা ঘন্টা। আর তার ঠিক আগেই, উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, কল্যাণীতে ডার্বি হওয়ায় একেবারেই খুশি নয় মোহনবাগান। সেই একই সুরে গলা মিলিয়েছে ইস্টবেঙ্গলও।
কল্যাণীর ডার্বি নিয়ে অখুশি ইস্টবেঙ্গল, মোহনবাগান!
ডার্বির আগে শুক্রবার জোর কদমে প্রস্তুতি সেরেছে কলকাতা ময়দানে দুই প্রধানই। শনির ম্যাচে লক্ষ্যভেদের জায়গাটা স্বচ্ছ রাখতে ঘাম ঝরিয়েছেন দুই দলের প্রত্যেকেই। তবে প্রস্তুতির মাঝেও যেন কল্যাণীতে অনুষ্ঠিত হতে যাওয়া ডার্বি নিয়ে মন খারাপের সুর শোনা গেল দুই শিবিরে।
গতকাল বাগানের অনুশীলন শেষে কোচ ডেগি কার্ডোজো বলে বসেন, মাঠের অবস্থা বুঝে রণকৌশল ঠিক করতে চাইছি। আর এরপরই মাঠের বেহাল দশা নিয়ে সরব হন সবুজ মেরুন কোচ। তাঁর দাবি, এমন খারাপ মাঠে ডার্বি আয়োজন নিয়ে ভাবা উচিত IFA-র। এদিন ঠিক একই সুর শোনা যায় মোহনবাগান সচিব দেবাশীষ দত্তের গলাতেও।
অবশ্যই পড়ুন: ম্যানচেস্টার টেস্টে ভারতের করুণ অবস্থার জন্য দায়ী এই ৫ প্লেয়ার! রিপোর্ট
দেবাশীষ বাবু স্পষ্ট জানান, কল্যাণীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ আয়োজন করে আসলে ডার্বির গুরুত্ব কমিয়ে দিচ্ছে IFA। বাগানের অসন্তুষ্টির সুর ভেসে এলো ইস্টবেঙ্গল শিবির থেকেও। প্রতিপক্ষ মোহনবাগানের পাশাপাশি কল্যাণীতে ডার্বি আয়োজন নিয়ে কিছুটা অপ্রিয় সত্য বলে দিলেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
এদিন তাঁর বক্তব্য ছিল, ডার্বিটা যুবভারতী ক্রীড়াঙ্গনে গড়ালে সবচেয়ে ভাল হতো। তবে এই ম্যাচে যে দল হিম্মত দেখাবে তারই জয় হবে। মোহনবাগান হোক কিংবা ইস্টবেঙ্গল, দুই প্রধানের কর্তাদের বক্তব্য থেকে এ কথা একেবারে স্পষ্ট যে, কল্যাণীতে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন একেবারেই ভাল চোখে দেখছেন না তারা! এক কথায়, গুরুত্ব বোঝা সত্ত্বেও ডার্বি নিয়ে এমন সিদ্ধান্তে IFA-কেই নিশানার কেন্দ্রবিন্দুতে রাখছে কলকাতার দুই ঐতিহ্যবাহী ক্লাব। (সোর্স: বর্তমান পত্রিকা)