সহেলি মিত্র, কলকাতাঃ ছুটির দিন সকাল সকাল সকলের ঘুম ভেঙেছে মেঘলা আকাশ ও বৃষ্টি দেখে। নিম্নচাপের দাপটে ফের একবার প্রবল বৃষ্টির খেলা চলছে সমগ্র বাংলাজুড়ে। যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম দিনে অগ্রসর হয়ে প্রথমে ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে পৌঁছেছিল। এরপর আজ রবিবার এটি উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশ অতিক্রম করে প্রায় পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ধীরে ধীরে দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ভাবছেন বৃষ্টি থেকে মুক্তি? সেগুড়ে বালি।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি সরে গেছে বটে তবে প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের কিছু জেলায় এক বা একাধিক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ছুটির দিনে সারাদিনে কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Today) হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝড় বইবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
সপ্তাহের শুরুতেই কেমন থাকবে বাংলার আবহাওয়া? মৌসুম ভবন জানিয়েছে, সোমবার আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এদিন উত্তরবঙ্গের কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।