জুড়ে যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, অবশেষে চালু হচ্ছে শিবপুর-জয়দেবের অজয় সেতু

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সকলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চালু হতে চলেছে অজয় সেতুর (Shibpur Ajay Setu)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে পারে এই সেতুর। এই অজয় সেতু একবার চালু হয়ে গেল উপকৃত হবেন বহু মানুষ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

অবশেষে চালু হবে শিবপুরের অজয় সেতু

জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার শিবপুর ও বীরভূম জেলার জয়দেবের মাঝে অজয়ের সেতু তৈরি হয়েছে বেশকিছু সময় হল। তবে নানা কারণে এই সেতু উদ্বোধন হয়নি। তবে আর চিন্তা নেই। কারণ আগামী মঙ্গলবার অর্থাৎ ২৯ জুলাই এই সেতু খুলে দেওয়া হবে সকলের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরকালীন এই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে প্রশাসন সূত্রে খবর।

ইতিমধ্যে চালু হওয়ার আগে এই সেতুর পরিদর্শন করা হয়েছে। শনিবার এই অজয় সেতুর পরিদর্শনে যান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস। এছাড়াও ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক, কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা।

১৬৩ কোটি টাকা খরচ রাজ্যের

জানলে অবাক হবেন, এই সেতুটি নির্মাণ করতে ১৬৩ কোটি টাকা খরচ হয়েছে সরকারের। এই ব্রিজ নির্মাণের ফলে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, সেইসঙ্গে ওড়িশা সহ আরও বহু জায়গার থেকে আসা যাওয়া করা আরও সহজ হবে। তবে বীরভূম থেকে অজয়ের নতুন সেতু হয়ে যেসব ট্রাক, বাস বা গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কে উঠবে, তাদের ভোগান্তির মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। কারণ, মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের উচ্চতা কম। জেলাশাসক বলেন, “আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ট্রাফিক)-এর সাথে আমার কথা হয়েছে। পূর্ত দফতর থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে আলোচনা করব। সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা চলছে।”

আরও পড়ুনঃ ফের দাম কমল সোনার, ১৯০০ টাকা দরপতন রুপোরও! আজকের রেট

জেলাশাসক আরও বলেন, জেলাশাসক বলেন, “স্থায়ী সেতু এবং সেতুর সংযোগকারী রাস্তা নির্মাণ করেছে পূর্ত দফতর। সেতু এবং সংযোগকারী রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের দিন জনপ্রতিনিধিরা, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনিক আধিকারিকরা থাকবেন। ট্রাফিক ব্যবস্থা যাতে সঠিক থাকে, সেই বিষয়ে ট্রাফিক আধিকারিকদের সাথে কথা বলেছি।”

Leave a Comment