বয়স ৩.২ বিলিয়ন বছর! ঝাড়খণ্ডের সিংভূম এলাকাই নাকি পৃথিবীর প্রথম ভূমি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পৃথিবীর জন্ম লগ্নে গোটা ভূপৃষ্ঠে ছিল শুধুই জল। এরপর ধীরে ধীরে সমুদ্র তলদেশ থেকে ভূমির উদ্ভব হয়। সে ঘটনা প্রায় সকলেরই জানা। তবে এ কথা হয়তো অনেকেই জানেন না, সমুদ্র থেকে ধীরে ধীরে পৃথিবীতে প্রথম যে ভূমি আবির্ভূত হয়েছিল তা কিন্তু ভারতেরই অংশ।

হ্যাঁ, সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল দুটি আকর্ষণীয় বিষয় আবিষ্কার করেছেন। যার মধ্যে একটি হল পৃথিবীর প্রাচীনতম মহাদেশগুলি পূর্বের ধারণাকে ছাপিয়ে 700 মিলিয়ন বছর আগে সমুদ্র থেকে বেরিয়ে এসেছিল। এবং দ্বিতীয় আবিষ্কার হল, প্রায় 3.2 বিলিয়ন বছর আগে সমুদ্র থেকে প্রথম যে ভূমি আত্মপ্রকাশ করে তা ভারতেরই অংশ।

সম্প্রতি প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স এ প্রকাশিত একটি গবেষণায় ভারত, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসা প্রথম ভূত্বক বা ভূমির অংশটি খুঁজে পেয়েছেন।

পৃথিবীর প্রথম ভূমি রয়েছে ঝাড়খন্ডে!

বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর, ভারতের ঝাড়খন্ড রাজ্যের সিংভূম অঞ্চলের বালি, পাথর বিশ্লেষণ করে তাতে 3 বিলিয়ন বছরেরও বেশি পুরনো প্রাচীন নদীনালা, জোয়ারের সমতল এবং সৈকতের ভূতাত্ত্বিক প্রমাণ পেয়েছেন। বিজ্ঞানীদের দাবি, সিংভূম অঞ্চলের পাললিক শিলাগুলি 3.2 বিলিয়ন বছর আগের মহাদেশীয় ভূখণ্ডের গঠনকে চিহ্নিত করে। গবেষণা থেকে জানা যায় এই শিলাগুলি কম করে 3.2 বিলিয়ন বছর পুরনো। আর তা থেকেই বিজ্ঞানীরা প্রমাণ পেয়ে যান ঝাড়খণ্ডের এই সিংভূম অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূমি।

 

 

View this post on Instagram

 

A post shared by Mantosh Chauhan (@the_aboutmoney)

অবশ্যই পড়ুন: ৫৪ বছরে প্রথম! ইংল্যান্ডের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে ইতিহাস গড়ল গিল-রাহুল জুটি

উল্লেখ্য, ইতিপূর্বে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন হয়তো পৃথিবীর প্রথম মহাদেশগুলি আবির্ভূত হয়েছিল 2.5 বিলিয়ন বছর আগে। তবে গবেষকদের পরবর্তী আবিষ্কার সেই ধারণাকে ভেঙে দিয়েছে। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন 2.5 বিলিয়ন বছর নয় বরং মহাদেশগুলি আরও 700 মিলিয়ন বছর পুরনো।

Leave a Comment