Facebook, Instagram থেকে ডিরেক্ট ইমপোর্ট করা যাবে ফটো! ফিচার আনছে WhatsApp

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। জানা যাচ্ছে, এই নতুন ফিচার ব্যবহার করে এবার থেকে, ফেসবুক ও ইনস্টাগ্রামের ছবি WhatsApp-এ ইমপোর্ট করতে পারবেন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই এই ফিচার Google Play Store-এর WhatsApp Beta For Android 2.25.21.23 ভার্সনে লক্ষ্য করা গিয়েছে। যেই খবর ইতিমধ্যেই নিশ্চিত করেছে WABetaInfo-র রিপোর্ট।

কীভাবে খুঁজে পাবেন এই নতুন ফিচার?

WABetaInfo-র তথ্য অনুযায়ী, নতুন ফিচার চালু হয়ে গেলে ব্যবহারকারীরা তাদের মেসেজিং অ্যাপ অর্থাৎ WhatsApp-এর সেটিংস অপশনে গিয়ে সেখান থেকে প্রোফাইল সেকশনে ছবি সেট করার সময় ইমপোর্ট ফ্রম ফেসবুক ও ইমপোর্ট ফ্রম ইনস্টাগ্রাম অপশন দুটি দেখতে পাবেন।

ওই নতুন অপশনের মধ্যে যেকোনো একটিতে ক্লিক করে নিজের ফেসবুক অথবা ইনস্টাগ্রামের ছবি ইমপোর্ট করতে পারবেন ব্যবহারকারীরা। কাজেই এখন আর গ্যালারি থেকে ছবি খুঁজে প্রোফাইল পিকচার সেট করার ঝামেলা থাকছে না!

WhatsApp New Feature

গ্যালারির ডিলিট হয়ে যাওয়ার ছবিও সেট করা যাবে!

এমন অনেকেই রয়েছেন যাঁরা হয়তো ভুলবশত ফোনের গ্যালারি থেকে কোনও ছবি ডিলিট করে দিয়েছেন পরবর্তীতে সেই ছবি WhatsApp DP করতে গিয়ে যথেষ্ট ঝক্কি পোয়াতে হয়েছে। গোটা গ্যালারি খুঁজে ছবি না মেলায় শেষ পর্যন্ত পূর্বে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করা ছবি ডাউনলোড করে অথবা সেটির স্ক্রিনশট নিয়ে WhatsApp এর প্রোফাইল পিকচার বানাতে হয়েছে।

তবে এবার থেকে আর সেই ঝামেলা পোহাতে হবে না। এক ফিচারেই গ্যালারি থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপলোড করা থাকলে তা সরাসরি ইমপোর্ট করা যাবে WhatsApp এ।

অবশ্যই পড়ুন: ডার্বির রাতেই কল্যাণী স্টেশনে হাতাহাতি মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের! ভাইরাল ভিডিও

রয়েছে শর্ত

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপের এই বিশেষ ফিচার চালু করতে হলে ব্যবহারকারীদের অবশ্যই তাদের WhatsApp অ্যাকাউন্টটিকে মেটা অ্যাকাউন্টস সেন্টারের সাথে লিঙ্ক করাতে হবে। যদিও রিপোর্ট বলছে, এই ফিচার সম্পূর্ণভাবে ঐকিক অর্থাৎ অপশনাল।

কাজেই, আপনি চাইলেই এই ফিচারটি অন বা অফ করতে পারবেন। সবশেষে বলে রাখি, নতুন ফিচার চালু করার আগেই ব্যবহারকারীদের গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসিতে যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে অন্যান্য সময়ের মতো সে প্রতিশ্রুতিও দিচ্ছে WhatsApp।

Leave a Comment