প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে হাতে বাকি মাত্র আর কয়েক মাস। তাই তার আগেই রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি ও জনসংযোগে জোর দিতে উদ্যোগী হল মমতা সরকার। গত সোমবার অর্থাৎ ২১ জুলাই ধর্মতলার জনসভা থেকে নির্বাচনী রূপরেখার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরের দিনই অর্থাৎ ২২ জুলাই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আরও একটি নতুন প্রকল্প, যার নাম ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’।
প্রকল্পের জন্য বরাদ্দ ৮ হাজার কোটি টাকা!
জানা গিয়েছে, দুয়ারে সরকারের পর এই নতুন কর্মসূচির মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যার দ্রুত সমাধান করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে এই প্রকল্পের কাজ। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই প্রকল্পের কাঠামো অনুযায়ী, প্রতি তিনটি বুথ মিলে গঠন করা হয়েছে একটি কেন্দ্র। যার ভিত্তিতে প্রতি পাড়ায় একদিন করে ক্যাম্প করা হবে। তবে এবার সেই প্রকল্প নিয়ে গর্জে উঠলেন সরকারী কর্মীরা। প্রাপ্য DA না দিয়ে একের পর এক কর্মসূচি পালন করা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মলয় মুখোপাধ্যায়।
কী বলছেন মলয় মুখোপাধ্যায়?
এদিন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িসের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছেন যে, “আমাদের হক পাওনা DA এর টাকা মেরে বুথ প্রতি ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ৷ কর্মসূচির নাম আমাদের পাড়া, আমাদের সমাধান! এ যেন টাকা লুঠের কর্মসূচি৷ এর আগে দিদিকে বলো, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান করেও সখ মিটলো না, এখন আবার আমাদের পাড়া, আমাদের সমাধান৷”
এছাড়াও এদিন মলয়বাবু তাঁর পোস্টে আরও লিখেছেন যে “পাড়ায় পাড়ায় সরকারের আগের কর্মসূচির হিসেব কোথায়? মাননীয়া মুখ্যমন্ত্রীর যেমন লজ্জা নেই, ঠিক তেমনই লজ্জা নেই আপনাদেরও৷ ডিএর টাকা না দিয়ে এহেন কর্মসূচিতে মুখ্যসচিব সায় দিলেন কেন? এখন আদালত রুল জারি করে এমন কোনও সিদ্ধান্ত নিলে মুখ লুকাতে পারবেন তো!” তাঁদের একটাই প্রশ্ন যেখানে এই প্রকল্পে এত খরচ করছে প্রশাসন, সেক্ষেত্রে ২৫ শতাংশ DA দিতে কেন ১০ হাজার কোটি টাকা খরচ করছে না সরকার? যদিও এর কোনো সদুত্তর বা প্রতিক্রিয়া জানায়নি প্রশাসন।
আরও পড়ুন: দিল্লিতে বাঙালি নির্যাতন! বাদ গেলেন না পরিযায়ী শ্রমিকের স্ত্রী, পুত্রও! ভিডিও পোস্ট মমতার
টাস্ক ফোর্স গঠনের দায়িত্ব মুখ্যসচিবের উপর
উল্লেখ্য, রাজ্যজুড়ে এই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি চলবে দু’মাস ধরে। তবে পুজোর সময় নাকি ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে। ইতিমধ্যেই যাবতীয় পরিকল্পনা সুষ্ঠুভাবে রূপায়িত করতে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে রাজ্য স্তরে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। জেলা স্তরেও থাকবে সেই টাস্ক ফোর্স। এছাড়াও ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর ক্যাম্পে থাকবে ‘দুয়ারে সরকার’-এর ডেস্কও।