প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল যেখানে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল এক ব্যক্তিকে। দাবি করা হয়েছিল ঐটি সাহেব ভট্টাচার্যর ভাইরাল ভিডিও। অনেকেই দাবি তুলেছিল যে ওই ব্যক্তি নাকি আদতে অভিনেতা সাহেব ভট্টাচার্য। এরপর থেকেই সমাজমাধ্যমে ট্রোল থেকে শুরু করে সাহেবকে ঘিরে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। আর এই আবহে গোটা ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন সাহেব।
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সাহেব ভট্টাচার্য
৮ মিনিট ১ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওকে ঘিরে টলিউড ইন্ডাস্ট্রিতে যেন ধামাল শুরু হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের একাংশ যেমন এই ভিডিওর বিরুদ্ধে সরাসরি সমালোচনা করেছেন। ঠিক তেমনই আবার কেউ বলছেন, এটি মোটেই সাহবে ভট্টাচার্য নয়, বরং AI প্রযুক্তির অপব্যবহার। আসলে ইদানিং ডিপফেক প্রযুক্তির ব্যবহার বেশ চোখে পড়ছে। যদিও এতদিন এই বিষয় নিয়ে অভিনেতা মুখ খুলতে চাই ছিলেন না অভিনেতা। অবশেষে গোটা ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সাহেব ভট্টাচার্য।
সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি
সম্প্রতি নিউজ ১৮ বাংলাকে একটি সাক্ষাৎকারে অভিনেতা সাহেব ভট্টাচার্য জানান, “এখন টেকনোলজির যুগে কোনো মানুষের ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকে না। ২০ বছর ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সন্মানের সঙ্গে। টলিউড ইন্ডাস্ট্রিতে আজ অবধি আমার প্রোফাইলে কেউ কালি ছুঁড়তে পারেনি। ভবিষ্যতেও কেউ পারবে না।” এদিন অভিনেতা আরও জানান যে, এই ধরনের আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে তাঁকে তাঁর জায়গা থেকে কেউ সরিয়ে দিতে পারবে না। এই গোটা ঘটনাই ঘটেছে সম্পূর্ণ প্রতিহিংসা থেকে। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। ইতিমধ্যেই তিনি নাকি কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। তদন্ত চলছে এবং যাঁরা এই ‘ষড়যন্ত্র’-এর নেপথ্যে রয়েছে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ‘হকের পাওনা DA-র টাকা মেরে …’ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক আন্দোলনকারী
উল্লেখ্য, বাংলার ছোটপর্দার বেশ পরিচিত মুখ হলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। ‘সারেগামাপা’ থেকে শুরু করে ‘কথা’ ধারাবাহিকে তাঁর অভিনয় আজও দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়। এমতাবস্থায় এই ধরনের ঘটনা সত্যিই অপ্রাসঙ্গিক বলে মনে করছেন একাংশ। কিছুদিন আগেই আরও এক অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছিল। যদিও তিনি গোটা ব্যাপারটি নিয়ে সাইবার সেলের শরণাপন্ন হবেন বলে জানিয়েছিলেন।