বেন স্টোকসের সাথে কেন করমর্দন করেননি জাদেজা? জানিয়ে দিলেন শুভমন গিল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনে ভারতের ইনিংস তখন 4 উইকেটে 386। সেই আবহে, ভারতকে পরাজয়ের মুখ থেকে ফিরিয়ে লড়ে চলেছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। ভারতের তারকা অলরাউন্ডার জাদেজা তখন 87 রানে অপরাজিত, অন্যদিকে সুন্দরের ঝুলিতে উঠেছে 80 রান।

সেই সূত্রেই 75 রানে এগিয়ে রয়েছে ভারত। এদিকে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বুঝে গিয়েছেন ম্যাচের ভবিষ্যৎ ড্র। আর ঠিক সেই সময়ে এগিয়ে এসে টিম ইন্ডিয়ার দুই ব্যাটসম্যান জাদেজা ও সুন্দরকে পারস্পরিক সম্মতিতে ম্যাচ ড্র করার প্রস্তাব দিয়ে হাত মেলাতে চান স্টোকস। তবে ইংলিশ অধিনায়কের সেই প্রস্তাবে রাজি হননি দুই তারকা। আর তা নিয়েই যত কাণ্ড।

কেন ইংলিশ অধিনায়কের প্রস্তাবে রাজি হননি জাদেজারা?

ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে ইংল্যান্ড অধিনায়ক বেনের এক প্রস্তাবের জেরেই তোলপাড় হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট! প্রশ্ন উঠছে, ইংল্যান্ড তারকার উদ্দেশ্য নিয়ে। নেট নাগরিক থেকে শুরু করে ভারতীয় কিংবদন্তিদের অনেকেরই দাবি, ম্যাচ ড্র হবে ঠিক আছে কিন্তু এত পরিশ্রম করার পর কেন সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরে আসবেন ভারতীয় ক্রিকেটাররা?

আসলে বেনের প্রস্তাবে জাদেজাদের রাজি না হওয়ার কারণ স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক শুভমন গিল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিল জানান, জাদেজা এবং সুন্দরের কাছে যখন প্রস্তাব এসেছিল তখন রবীন্দ্র জাদেজা 90 রানের কাছাকাছি ব্যাট করছেন, অন্যদিক সুন্দরও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছবেন। এমতাবস্থায়, পারস্পরিক সম্মতিতে ম্যাচ বন্ধ করার প্রস্তাব পেলেও মূলত সেঞ্চুরি করার কারণেই তাতে রাজি হননি দুই ক্রিকেটার। কার্যত, এমনভাবেই গোটা বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক।

অবশ্যই পড়ুন: গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়ার রেকর্ড, ম্যানচেস্টার টেস্ট ড্র করেও ইতিহাস লিখল ভারত!

সমালোচনার মুখে বেন স্টোকস

প্রথমত, ভারতীয় ক্রিকেটারদের পারস্পরিক সম্মতির মাধ্যমে ম্যাচ বন্ধ করার প্রস্তাব দিয়ে তার সদুত্তর না পাওয়ার পর কিছুটা মনক্ষুন্ন হয়েছিলেন বেন। পরবর্তীতে ম্যাচ বন্ধ করার সাধ্যমত চেষ্টা করেছিল ইংল্যান্ড! আম্পায়ারদের বুঝিয়ে আলো কমে যাওয়ার অভিযোগ জানায় ইংল্যান্ডের উইকেট কিপার জেমি স্মিথ। কিন্তু তাতে কান দেননি আম্পায়াররা। আর এর পরই স্টোকসের খারাপ লাগার পরিমাণ বাড়তে থাকে! শেষ পর্যন্ত তিনি হ্যারি ব্রুক, যিনি পার্ট টাইম বলারও নন, তাঁর হাতে বল তুলে দেন।

পরবর্তীতে, সম্ভবনাকে সত্যি করে দুই ভারতীয় তারকা জাদেজা এবং সুন্দর দুজনের ব্যাট থেকে সেঞ্চুরি পাওয়ার পর ম্যাচ ড্র করে ভারত। আর এরপরই সৌজন্যতাবোধ থেকে ইংলিশ অধিনায়ক বেনের সাথে হাত মেলাতে যান সুন্দর এবং জাদেজা। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছিল, দুই ভারতীয় ক্রিকেটারের ওপর ক্ষিপ্ত থাকায় তাঁদের সাথে করমর্দন করেননি বেন। আর এরপর থেকেই নেট নাগরিক থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁদের বেশিরভাগেরই দাবি, উদ্দেশ্য পূরণ না হওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। কেউ কেউ আবার, স্টোকসের কুপরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলছেন!

 

Leave a Comment