ভারতে যাত্রা শুরুর আগেই ধাক্কা খেল মাস্কের Starlink! হঠাৎ বন্ধ ইন্টারনেট পরিষেবা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই ভারতে শুরু হবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। সেই মতোই, প্রয়োজনীয় যাবতীয় অনুমোদন সহ সরকারি লাইসেন্স পেয়ে গিয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিংক।

সব ঠিক থাকলে, শীঘ্রই দেশের ঘরে ঘরে পৌঁছে যাবে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট। তবে ভারতে যাত্রা শুরুর আগেই মর্যাদা ক্ষুন্ন হল ইলন মাস্ক সংস্থার! বড় বিভ্রাটের মুখে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা! কিন্তু হঠাৎ কী হল?

বড়সড় বিভ্রাটের মুখে স্টারলিংকের ইন্টারনেট!

জানা যাচ্ছে, গত 24 জুলাই, বৃহস্পতিবার আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশে আচমকা বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা! ব্যবহারকারীরা দেখতে পান, স্টারলিংকের ইন্টারনেট আর কিছুতেই কাজ করছে না!

রিপোর্ট অনুযায়ী, মাস্ক সংস্থার সমস্যার কারণে আমেরিকা ও ইউরোপ জুড়ে অন্তত 61 হাজার গ্রাহক ইন্টারনেটজনিত সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আর তার ঠিক পরেই গ্রাহকদের সমস্যার জন্য X হ্যান্ডেলে ক্ষমা চেয়ে একটি পোস্ট করে স্টারলিংক।

সংস্থাটি জানায়, ইন্টারনেট সম্পর্কিত সাময়িক বিঘ্নতার জন্য আমরা সত্যিই দুঃখিত। সেই সাথে, স্টারলিংকের তরফে এও জানানো হয়, পরিষেবার দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে তারা।

Starlink Internet Service Disruptions

অবশ্যই পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের সাথে খেলতেই হবে ভারতকে! প্রকাশ্যে বড় কারণ

ঠিক কোন কারণে বিঘ্নিত হয়েছিল ইন্টারনেট পরিষেবা?

সম্প্রতি ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংস্থা, স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস তাঁর X হ্যান্ডেলে জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হতে অন্তত আড়াই ঘণ্টা সময় লেগেছিল। কিন্তু কেন দেখা দেয় এমন সমস্যা?

নিকোলাসের দাবি, মূলত সফটওয়্যারের ব্যর্থতার কারণেই এমন সমস্যা দেখা দিয়েছিল। তবে যত দ্রুত সম্ভব ওই সমস্যার কারণ খুঁজে বের করে তা ঠিক করার চেষ্টা করছে স্টারলিংক। যদিও এসবের মাঝে ভারতে যাত্রা শুরুর আগেই স্বল্প হলেও ধাক্কা খেয়েছে মাস্ক সংস্থার মর্যাদা!

Leave a Comment