বাংলাদেশি হিন্দুদের নাম বাদ যাবে না! সাফ জানিয়ে দিলেন শুভেন্দু

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর তাই ভুয়ো ভোটার হাটাতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। এদিকে বিহারের পর বাংলায় ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ ঘিরে আরও বাড়ল রাজনৈতিক উত্তাপ। গতকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সতর্কবার্তা’ দিয়েছিলেন BLO-দের উদ্দেশে যে কারও নাম যেন বাদ না পড়ে। এবার সেই বার্তাকেই চ্যালেঞ্জ করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী

বিজেপির রাজ‍্য দফতরে আজ অর্থাৎ মঙ্গলবার, ২৯ জুলাই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রসঙ্গে জানিয়েছেন যে, “রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ভোটার, একাধিক জায়গার ভোটার তালিকা নাম থাকা ভোটার এবং মুখ্যমন্ত্রী ও আইপ‍্যাকের যৌথ উদ্যোগে তৈরি হওয়া ভুয়ো ভোটারদের নাম কিছুতেই তালিকায় থাকবে না। এই সব নাম কাটা পড়বেই।’’ এছাড়াও বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’ বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন, সেই ব‍্যাখ‍্যাও স্পষ্ট ভাবে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘‘প্রতিবেশী দেশগুলি থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টানরা চলে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন। তাঁরা CAA-র মাধ্যমে বৈধ ভারতীয় নাগরিকত্ব পাবেন।’’

বাংলাতেও আগে হয়েছিল SIR!

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন SIR নিয়ে আরও জানিয়েছেন যে, স্পেশাল ইন্টেনসিভ রিভিন বা SIR বাংলায় নতুন কিছু নয়। কারণ এর আগে ২০০২ সালেও SIR হয়েছিল বাংলায়। ২০০৪ সালে সেই তালিকা প্রকাশিত হলে প্রায় ২৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল তালিকা থেকে। আর এই সমীক্ষার ভিত্তিতেই তিনি তুলনা টানেন বিহারের। তাঁর দাবি যদি বিহারে ৫০ লাখের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে পশ্চিমবঙ্গে এর থেকে অনেক বেশি সংখ্যক নাম বাদ পড়বে।

এছাড়াও সংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছেন যে, “২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত কোনও নির্বাচনেই শাসকদল তৃণমূল কংগ্রেস প্রকৃত জনমত পেয়ে জেতেনি। অর্থাৎ তৃণমূলের এই জয় আসলে ভুয়ো ভোটারদের জোরে এগিয়ে যাওয়া। জানা গিয়েছে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে রাজ‍্যের ৮০টি বিধানসভা কেন্দ্রে ৩০ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে যা সম্পূর্ণ ‘অস্বাভাবিক’। তবে সমীক্ষায় ভোটারদের এই ‘গরমিল’ SIR এর মাধ্যমে খুব শীঘ্রই ধরা পড়তে চলেছে।

আরও পড়ুন: মমতার ঘোষণার পর হরিয়ানা থেকে বাংলায় ফিরলেন শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক

BLO নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর

অন্যদিকে ভোটার তালিকার সমীক্ষার জন্য ‘বুথ লেভেল অফিসার’ বা BLO নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে অনিয়ম চলছে বলে শুভেন্দুর দাবি। তিনি বলেন, ‘‘এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতির কথা অনুযায়ী এগরার মহকুমাশাসক তথা ইআরও ৮৪ জন আইসিডিএস এবং আশা কর্মীকে BLO হিসাবে নিয়োগ করেছেন। এটা বেআইনি। যে বুথে স্থায়ী সরকারি কর্মী রয়েছেন, সেখানে অস্থায়ী বা আংশিক সময়ের কর্মীদের BLO হিসাবে নিয়োগ করা যায় না।’’

Leave a Comment