বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে প্রবেশাধিকার অনেক আগেই পেয়ে গিয়েছে ইলন মাস্কের স্টারলিঙ্ক। সদ্য সরকারি লাইসেন্সও হাতে পেয়েছে মাস্ক সংস্থা। এখন অপেক্ষা শুধু স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরুর। আপাতত সূত্রের যা খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ভারতের ঘরে ঘরে পৌঁছে যাবে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট! ঘরে ঘরে? 140 কোটির ভারতে তাহলে কি সকলেই এই পরিষেবার সুবিধা পাবেন? উত্তর দিয়েছেন কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী।
মাত্র 20 লক্ষ গ্রাহক পাবনে স্টারলিংকের সুবিধা
140 কোটির দেশে মাত্র 20 লক্ষ গ্রাহক স্টারলিঙ্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পাবেন। সোমবার এমন কথাই জানালেন কেন্দ্রের টেলিকম প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর। একদিকে, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার জন্য অপেক্ষা করছেন দেশবাসী! অন্যদিকে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL সহ অন্যান্য টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি।
এবার তা নিয়েই কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের মাত্র 20 লক্ষ গ্রাহককে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের সুবিধা দিতে পারবে স্টারলিঙ্ক। পাশাপাশি মাত্র 200Mbps পর্যন্ত ইন্টারনেট সরবরাহ করবে এই সংস্থা। কাজেই আলাদা করে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা নিয়ে চিন্তা করার কারণে নেই টেলিকম সংস্থাগুলির। আদতে এর কোনও প্রভাব টেলিকম পরিষেবার উপর পড়বে না বলেই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট
স্টারলিঙ্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সম্পর্কে কমবেশি দেশের প্রায় সকলেই অবগত। এই পরিষেবা যে দুর্যোগের মধ্যেও দেশের প্রত্যন্ত অঞ্চলে নির্ঝঞ্ঝাটে পৌঁছে যায় সে বিষয়ে ওয়াকিবহাল অনেকেই। সোমবার, একই সুর শোনা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গলাতেও।
তাঁর বক্তব্য, ইলন মাস্কের এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সহজেই ছড়িয়ে পড়বে। আসলে এই পরিষেবা যেহেতু কোনও ফাইবার কেবেলের ওপর নির্ভরশীল নয়, কাজেই, ঝড় থেকে প্রবল প্রাকৃতিক দুর্যোগ সবেতেই কোনও রকম ঝামেলা ছাড়াই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহ করতে পারবে স্টারলিঙ্ক।
অবশ্যই পড়ুন: থাকছেন না বুমরাহ! এন্ট্রি নেবেন তিনি, ওভালে প্রথম একাদশে একাধিক চমক দিতে পারে ভারত
খরচ কত ?
এক সরকারি সূত্র মারফত খবর, দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরুর আগেই ভারতীয়দের অন্যতম জিজ্ঞাস্য স্টারলিঙ্কের পরিষেবা ব্যবহার করতে মাসিক খরচ কত? এ প্রসঙ্গে আপাতত যে জানা যাচ্ছে, পার্শ্ববর্তী দুই দেশ অর্থাৎ প্রতিবেশী নেপাল এবং বাংলাদেশে বাড়িতে ব্যবহৃত স্টারলিঙ্ক পরিষেবার খরচ মাসে 3,000 থেকে 4,200 টাকা।
আসলে বিশ্বের অন্তত 100টি দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহ করে ইলন মাস্কের এই সংস্থা। তবে এর খরচ জায়গা বিশেষে আলাদা আলাদা। যদিও টেলিকমের তুলনায় স্যাটকমের খরচ অনেকটাই বেশি। সেই সূত্রে, ভারতে প্রাথমিকভাবে সীমিত পরিষেবা শুরুর পর স্টারলিঙ্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করতে হলে ভারতীয়দের মাসিক খরচ 3,000 থেকে 3,500 কিংবা তার বেশিও হতে পারে।
Hi