চিন্তা দূর মহিলাদের! লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর শোনালেন মমতা

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই তার আগেই নিজেদের ক্ষমতায় একবার শান দিতে উঠে পড়ে লেগেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সর্বসাধারণের জন্য চালু হওয়া একাধিক প্রকল্প যাতে সকলের কাছে পৌঁছয় তার জন্য দুয়ারে সরকারের ভঙ্গিতেই আগামী মাস থেকে চালু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এমতাবস্থায় জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের স্থায়িত্ব নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে একাধিক কৌতূহল। এবার সেই নিয়েই বিরাট আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্মীর ভাণ্ডারের স্থায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন

২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল সরকার। প্রতিশ্রুতি মতো বাংলায় লক্ষ্মীর ভান্ডার চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ২ কোটির উপরে মহিলা এই প্রকল্পের সুবিধা পান। শুরুতে মাসে ৫০০ টাকা করে পেলেও, এখন মাসে ১ হাজার টাকা করে পান তাঁরা। অন্য দিকে তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১২০০ টাকা করে। কিন্তু মাঝে এই নিয়ে গুজব ছড়িয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার নাকি বেশিদিন স্থায়ী থাকবে না। যার ফলে অনেকে মহিলার মনে প্রশ্ন উঠেছিল যে তাহলে কি শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই প্রকল্প। অবশেষে এই নিতে সরাসরি মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

ভাষা আন্দোলনের জেরে গত সোমবার, ২৮ জুলাই বীরভূমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাষা আন্দোলনের পদযাত্রার পরেই একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ তোলেন। বাংলার সমস্ত মা-বোনেদের উদ্দেশ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না। ২৫ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলে। অর্থাৎ, বয়স ৬০ পার করলেও এই মাসিক ভাতা বন্ধ হবে না।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, আরেকজনের নাম ফাঁস করলেন সন্দীপ ঘোষের আইনজীবী

অন্য রাজ্যের সঙ্গে তুলনা

বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে, “অন্য রাজ্যে এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে অনেক ধরণের বিধিনিষেধ রয়েছে। যেমন বাড়িতে স্কুটি থাকলে প্রকল্পের টাকা পাওয়া যায় না, এমনকি পাকা বাড়ি হলেও এই প্রকল্পের টাকা মেলে না। একমাত্র বাংলাতেই এই সমস্ত কোনও বাধা নেই। বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পরিবারের সমস্ত মহিলারা পান। ইতিমধ্যেই ৯ লক্ষ ২৫ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।” এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে অনেকেই নিশ্চিন্ত হয়েছেন।

Leave a Comment