শুরুতেই বেতন ৬৪,৮২০! ব্যাঙ্ক অফ বরোদায় স্নাতক পাসে স্টাফ নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য দারুণ সুখবর। যারা ব্যাঙ্কে চাকরি করতে চান, তাদের জন্য ব্যাঙ্ক অফ বরোদা 125টি শূন্যপদে এবার ম্যানেজার নিয়োগের (Bank of Baroda Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এমনকি এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। 

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং চিপ ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 125টি। তবে হ্যাঁ, বিভিন্ন রকম বিভাগ রয়েছে এবং প্রত্যেকটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক সহ MBA/PGDM ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি ডেটা সায়েন্স / অ্যানালাইটিক্স / ফিনান্স / অ্যাকাউন্টিং-এ মাস্টারস ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে 24 বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 42 বছর। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

জানা যাচ্ছে, MMG/S – II গ্রেডের জন্য প্রতি মাসে 64,820 টাকা থেকে 93,960 টাকা, MMG/S – III গ্রেডে প্রতি মাসে 85,920 টাকা থেকে 1,05,280 টাকা এবং SMG/S – IV গ্রেডে প্রতি মাসে 1,02,300 টাকা থেকে 1,20,940 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদে প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে আবেদনের স্ক্রুটিনি এবং শর্ট লিস্টিং করা হবে। তারপর ইন্টারভিউ নেওয়া হবে। সবশেষ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনোরকম লিখিত পরীক্ষা হবে না।

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহ চাকরিপ্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, SC/ST/PwD/ESM/মহিলা প্রার্থীদের 175 টাকা এবং অন্যান্য প্রার্থীদের 850 টাকা করে ফি দিতে হবে।

আরও পড়ুনঃ ৬৭২০ mAh ব্যাটারি, উন্নত ক্যামেরা সহ অত্যাধুনিক ফিচার্স! আসছে Motorola-র নয়া ফোন

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 30 জুলাই থেকে এবং আবেদন চলবে আগামী 19 আগস্ট পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল নোটিশ- ডাউনলোড করুন

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment