বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্সের গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিলেন ভারতীয় কিংবদন্তিরা। এবার নকআউটেও একই চিত্র ধরা পড়ল।
আজ অর্থাৎ বৃহস্পতিবার, বার্মিংহ্যামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত বনাম পাকিস্তান কিংবদন্তিদের সেমিফাইনাল ম্যাচ। তবে তার ঠিক আগেই পাকিস্তান দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে অস্বীকার করেন ভারতীয় লেজেন্ডসরা।
মূলত সেই কারণেই এবার, নকআউট পর্বের ম্যাচও বাতিল হয়ে গেল বলেই খবর পাওয়া যাচ্ছে। যদিও ইতিমধ্যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের তরফে একটি অফিশিয়াল বিবৃতি এসেছে। ওই বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চাইছে না! তাই ম্যাচটি বাতিল করা হল।
গোটা টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার ভারতের
রিপোর্ট অনুযায়ী, পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনাকে সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চান না ভারতীয় মহারথীরা! মূলত সেই কারণেই, পাক দলের বিরুদ্ধে পুরনো সিদ্ধান্তে অনড় থেকেই সেমিফাইনাল না খেলার সিদ্ধান্ত নেন হরভজন সিং থেকে শুরু করে শিখর ধাওয়ান, যুবরাজ সিংরা। আর এরপরই, ইংল্যান্ডে অনুষ্ঠিত গোটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত। ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে প্রতিযোগিতা থেকে দল তুলে নেওয়া হয়েছে।
অবশ্যই পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে যান শুভেন্দু! তারপরেই বিস্ফোরক অভিযোগ শেখ মইদুলের
সুবিধা পেল পাকিস্তান
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পাকিস্তান দলের বিরুদ্ধে ভারতের ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সুবিধা পেল প্রাক চ্যাম্পিয়নসরা। আসলে, ভারতীয় কিংবদন্তিদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে গোটা প্রতিযোগিতা থেকে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ওয়াল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ফাইনালে উঠে যাবে পাকিস্তান। কাজেই, হরভজন সিংদের সিদ্ধান্তে আদতে লাভের মুখ দেখলেন শাহিদ আফ্রিদিরা, এমনটাই মনে করছেন অনেকেই!