মাসের শুরুতেই DA মামলায় এল সুখবর, খুশিতে ডগমগ পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে যখন বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তখন অন্যদিকে রাজ্য সরকার দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে দিয়েছেন। আর এই ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে রাজ্য জুড়ে প্রায় ৪০,০০০ দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের কাছ থেকে ১.১০ লক্ষ টাকা করে অনুদান পাবে। এটি গত বছরের ৮৫,০০০ টাকার অনুদানের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি এবং নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাইহোক, এদিকে রাজ্য সরকার টাকা নেই বলে ডিএ দিতে পারছে না, সেখানে এত টাকা অনুদান কীভাবে দেবে? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এসবের মাঝেই ডিএ নিয়ে সামনে এল বড় আপডেট।

ডিএ নিয়ে এল বিরাট আপডেট

আপনিও কি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একজন? বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আগস্ট মাসেই ফের একবার সুপ্রিম কোর্টে এই মামলা (Bengal DA Case) উঠতে চলেছে বলে খবর। এই বিষয়ে বড় মন্তব্য করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

মলয় মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে DA মামলাটি উঠবে ৪ অগস্ট। সেদিন ১২ নং কোর্টের তালিকায় মামলাটি ১৩তম স্থানে আছে। অর্থাৎ, তালিকার প্রথম দিকেই আছে এই মামলাটি। জানিয়ে রাখি, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি শোনা হবে। মামলাটি টপ অফ দ্য লিস্টে থাকায় আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।

কয়েক বছর ধরে চলছে মামলা

পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ-র দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে বাংলার সরকারি কর্মীরা। চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া DA-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ অবধি দেয় সুপ্রিম কোর্ট। তবে তা মেটাতে ব্যর্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। ২৭ জুনের মধ্যে রাজ্য সরকার বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে না দেওয়ায় ইতিমধ্যে মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে। ৩০ জুন সংগঠনের তরফ থেকে সশরীরে নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছিল।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই সুখবর, প্রায় ৩৪ টাকা দাম কমল LPG সিলিন্ডারের

এতকিছুর পরেও রাজ্য সরকার বকেয়া ডিএ-র সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে, তাতে তাদের যুক্তি, ডিএ বাধ্যতামূলক নয়, বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে।

Leave a Comment