গঙ্গার নীচের পর এবার চালকহীন মেট্রো, রবিবারই পরীক্ষা, বন্ধ থাকবে গ্রিন লাইন ২

Kolkata Metro

প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার মেট্রো পরিবহনে খুলে যেতে চলেছে এক নয়া দিগন্ত। চালকবিহীন মেট্রো বা অটোমেটিক ট্রেন অপারেশন ATO ব্যবস্থা চালু হতে চলেছে কলকাতায়। তবে এখনও বাকি পরীক্ষা। আর সেই কারণে এবার পরীক্ষা করার জন্য আগামী রবিবার অর্থাৎ ৩ আগস্ট সম্পূর্ণ বন্ধ থাকতে চলেছে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-এর পরিষেবা।

বড় বিবৃতি কলকাতা মেট্রোর তরফে

কলকাতা মেট্রোর তরফে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, একটি জরুরী বিবৃতি প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট ভাবে সকল মেট্রো যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, আগামী রবিবার, ৩ আগস্ট, সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গ্রিন লাইন ২-এর মেট্রো পরিষেবা। ATO টেস্টিং সংক্রান্ত কারিগরি প্রয়োগের জন্যই অর্থাৎ চালকবিহীন ট্রেন চালিয়ে পরীক্ষা করার জন্যই এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ভবিষ্যতের স্বয়ংক্রিয় ট্রেন চালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাই এই সিদ্ধান্ত কলকাতা মেট্রোর।

চালু থাকবে ব্লু লাইন পরিষেবা

কলকাতা মেট্রোর বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২ আগস্ট যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরেই চালু করা হবে। অর্থাৎ সেদিন রাত ১০ টা ৩০ মিনিট থেকে কাজ চালু করা হবে। যা চলবে ৩ আগস্ট রাত ১১ টা পর্যন্ত। মূলত, রবিবার ছুটির দিন, এমনিতেই যাত্রী সংখ্যা অন্যান্যদিনের তুলনায় কম থাকে। সেক্ষেত্রে তাই এই কাজের জন্য রবিবার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে মেট্রো পরিষেবা বন্ধের কারণে যাত্রীদের সমস্যার কোনও কারণ থাকবে না। যদিও ওইদিন মেইন লাইন বা ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে যাত্রী পরিষেবা চালু থাকবে। এদিকে গত সোমবার অর্থাৎ ২৮ জুলাই কবি সুভাষ স্টেশনের ২১টি স্তম্ভের মধ্যে ৪ টিতে ফাটল ধরা পড়েছে। যার জেরে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।

আরও পড়ুন: ‘CAA ফর্ম ফিলাপ করলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী!’, হুঁশিয়ারি তৃণমূল নেতার

উল্লেখ্য এর আগে, কলকাতা মেট্রো আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার পর্ব শেষ করেছে। আর সেটি হল স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বা Communication Based Train Control অর্থাৎ CBTC System পরীক্ষা। সেখানে দুর্দান্ত সফলতা অর্জন করেছে মেট্রো। আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ব্যবস্থা ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে রাখা হবে। তবে দিল্লির মতো কলকাতা মেট্রো একেবারেই চালকবিহীন করা হবে নাকি সেই বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। তার সম্পূর্ণ নির্ভর করছে এই পরীক্ষার উপর।

Leave a Comment