বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিহারের পর এবার বাংলাতেও হবে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা SIR! বর্তমানে সেই জল্পনা নিয়েই দিন কাটাচ্ছেন রাজ্যবাসী। এদিকে মৃত এবং ভুয়ো ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।
যদিও বর্তমানে SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে নির্বাচন কমিশনের। আর এসবের মাঝেই ফের দিল্লি থেকে চিঠি পেলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক। যার জেরে রাজ্য SIR শুরু হওয়ার জল্পনা একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাহলে কি সত্যিই বাংলাতেও হবে, ভোটার তালিকার নিবিড় সমীক্ষা? কী আছে দিল্লির ওই চিঠিতে?
কী বলা হয়েছে ওই চিঠিতে?
ফের বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো চিঠিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, ভারতের সব রাজ্যেই হবে SIR। বিহারের মতোই ভারতের সর্বত্র সিইওকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে যত দ্রুত সম্ভব প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া যায়। একই সাথে বুধবার রাতের ওই চিঠিতে বুথ লেভেল অফিসার ও BLO সুপারভাইজার পদে নিয়োগ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
পাশাপাশি, রাজ্যের সরকারি দপ্তরের কর্মীরাই যেহেতু BLO হিসেবে নিযুক্ত হন, সেই সূত্রে চিঠিতে বলা হয়েছে, রাজ্যের প্রতি থানা থেকে একজন করে BLO নিয়োগ করতে হবে। শুধু তাই নয়, অন্তত প্রতি 10টি থানা মিলিয়ে একজন করে BLO সুপারভাইজার নিয়োগ করারও নির্দেশ দেয়া হয় ওই চিঠিতে। বলা বাহুল্য, দ্রুত BLO নিয়োগ করে তাদের তালিকা আগেভাগে নির্বাচন কমিশনের কাছে পাঠানোরও আদেশ পেয়েছে সিইও।
অবশ্যই পড়ুন: ভারতের উপর শুল্ক চাপিয়েও পিছুপা, সাময়িক টলল সিদ্ধান্ত! কারণও জানালেন ট্রাম্প
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে কড়া নির্দেশের পরই বৃহস্পতিবার নবান্নে জেলাশাসকদের সাথে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, BLO-রা দিল্লিতে প্রশিক্ষণ নিতে চলে গেলেন কিন্তু আমাকে কিছু জানানো হলো না। মনে রাখতে হবে যাঁরা BLO হয়েছেন, তাঁদের প্রত্যেকের মনোভাব কিন্তু এক নয়। এরপরই মুখ্যমন্ত্রী জানান, যাঁরা মৃত ভোটার, তাঁদের নাম বাদ গেলে আমার কোনও সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে।