বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর ইয়র্কারের আঘাতেই ম্যানচেস্টার টেস্টে পা ভাঙার অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ভারতীয় তারকা ঋষভ পন্থকে। চোট পেয়ে একেবারে কাতরাতে কাতরাতে অ্যাম্বুলেন্সে চেপে হাসপাতালে পৌঁছেছিলেন পন্থ। ভাগ্যের কী ফের!
এবার কার্যত একই যন্ত্রণায় ভুগলেন পন্থের পায়ে জোরালো আঘাত করা ইংল্যান্ড তারকা ক্রিস ওকস। ওভাল টেস্ট চলাকালীন প্রথম দিনই ফিল্ডিং করতে গিয়ে কাঁধে বাজেভাবে চোট পেয়েছিলেন এই ইংলিশ পেসার। যার জেরে তড়িঘড়ি মাঠ ছাড়েন তিনি। এরপর আর ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়।
বড় ধাক্কা খেলো ইংল্যান্ড
শেষ টেস্টে পৌঁছে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়লেন দলের অন্যতম বিপদজনক বোলার ওকস। যার জেরে পঞ্চম টেস্টে ভারতের বিরুদ্ধে কিছুটা হলেও চাপে পড়ল ইংলিশ দল। কেননা, ওভালের প্রথম দিন কাঁধে যেভাবে চোট পেয়েছেন ইংল্যান্ড তারকা, তাতে তিনি আর এ আসরে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
যদিও ক্রিস ওকসের চোট পাওয়ার ঘটনাটিকে একেবারে লজ্জাজনক ভাবেই দেখছেন ইংল্যান্ডের অনেকেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংল্যান্ডের তারকা পেসার গ্যাস অ্যাটকিনসন স্পষ্ট জানিয়েছেন, ওভাল টেস্টে খেলা আপাতত এই ক্রিকেটারের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে।
অ্যাটকিনসনের বক্তব্য, ক্রিস ওকসের চোট বেশ গভীর! তবে আমি এ বিষয়ে বিশেষ কিছু জানি না। শুধু এটুকু বলতে পারি, এ বিষয়টা খুব একটা ভাল দেখাচ্ছে না। সিরিজের শেষে এসে এমন ঘটনা সত্যিই আমাদের জন্য লজ্জাজনক। আসলে ইংল্যান্ড পেসার বলতে চেয়েছেন, কোনও সিরিজের একেবারে শেষে এসে যদি কেউ আহত হয়, তাহলে তা সত্যিই লজ্জার।
অবশ্যই পড়ুন: জরুরি অবস্থা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার গঠন মিয়ানমারে, কবে নির্বাচন?
বিকল্প নিতে পারবে না ইংল্যান্ড
ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট ওকস চোট পাওয়ায়, একাদশে বিকল্প কোনও খেলোয়াড়কে যোগ করেনি ইংল্যান্ড। আসলে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কনকাশন সাব শুধুমাত্র তখনই ব্যবহার করা যায়, যখন কোনও খেলোয়াড় মাথায় চোট পান। কাজেই, পন্থের মতোই ওকস চোট পাওয়ায় বিকল্প বোলার নামাতে পারবে না ইংল্যান্ড। সেক্ষেত্রে হয় চোট নিয়েই বল করতে হবে ইংলিশ তারকাকে, অথবা 10 জনের দল নিয়েই শেষ টেস্টে লড়তে হবে ইংরেজদের।