প্রীতি পোদ্দার, কলকাতা: ‘জয় বাংলা’স্লোগান শুনে এক তৃণমূল কর্মী সমর্থকের ওপর বেজায় চোটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার সামনে টলেনি সেই তৃণমূল কর্মীর সাহস! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তাঁর সাহসের প্রতি সম্মান জানাতে দেওয়া হল সংবর্ধনা। ফুল মালা দিয়ে রীতিমত এলাহি ব্যবস্থা, ভাইরাল সেই ভিডিও।
ঠিক কী ঘটেছিল?
হুগলির পুরশুড়া বিধানসভার রাধানগরে কন্যাসুরক্ষা যাত্রা মিছিলে যাওয়ার সময়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল সমর্থক শেখ মইদুল। স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে ফুঁড়ে আসেন বিরোধী দলনেতা। তিনিও পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। এরপরেই ওই তৃণমূল সমর্থকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শুভেন্দু। এরপর ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় চাপা উত্তেজনা।
শুভেন্দু অধিকারীর আচরণে তৃণমূলের বিক্ষোভ
তৃণমূল সমর্থক শেখ মইদুল এই ঘটনায় দাবি করেছিলেন যে, শুভেন্দু অধিকারী নাকি এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেছিলেন৷ এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আচরণের প্রতিবাদ করে গতকাল অর্থাৎ বুধবার রাতেই আরামবাগে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল৷ শুভেন্দু অধিকারীর আচরণ এবং মন্তব্যের নিন্দা করে মিছিল করেন শাসক দলের কর্মী ও সমর্থকরা৷ তবে এদিন বিরোধী দলের সামনে জয় বাংলা স্লোগান তোলায় তাঁকে সংবর্ধনা জানায় স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগ! চুঁচুড়ার বিধায়কের দম দেখে নেওয়ার হুঁশিয়ারি রচনার
ভাইরাল ভিডিও
তৃণমূল কর্মী মহম্মদ আমির হোসেন তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে তৃণমূল সমর্থক শেখ মইদুলকে গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন স্থানীয় নেতৃত্ববৃন্দ। হাততালি এবং প্রশংসার সুরে মুখরিত বাসিন্দারা। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। এদিকে জয় বাংলা স্লোগান শুনে শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ হওয়ায় শাসক শিবির খোঁচা দিয়ে বলেন, “ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। ‘জয় বাংলা’ শুনলে গায়ে যেন ফোস্কা পড়ে! জয় শ্রীরাম বলতে হবে, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বাঙালির ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় ভুলিয়ে দিতে চাইছেন? দিন ঘনিয়ে আসছে, মুখ থুবড়ে পড়বেন! জয় বাংলা!”