প্রীতি পোদ্দার, কলকাতা: জার্নিটা ছিল মাত্র ৩ মাসের! আর এই ৩ মাসের মধ্যে অনবরত পরিশ্রম করেও ব্যর্থ হল জনপ্রিয় ধারাবাহিকের কলাকুশলীরা। জানা গিয়েছে ক্যালেন্ডারের পাতায় মাত্র তিন মাস হতে না হতেই স্টার জলসার ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ শেষ হতে চলেছে। ইতিমধ্যেই শেষ হয়েছে অন্তিম শুটিং পর্ব।
মাত্র তিন মাসেই বন্ধ ধারাবাহিক
মে মাসের শুরুতে স্টার জলসায় রমরমিয়ে ঘোষণা করা হয়েছিল নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ নিয়ে। কিন্তু তিন মাস গড়াতেই সব কিছু উল্টেপাল্টে গেল। হয়ে গেল মেগার শেষ দিনের শ্যুটিং। আর তাতেই মনখারাপ ‘বুলেট সরোজিনী’ পরিবারের কলাকুশলীদের। যদিও বর্তমানে এই ঘটনা ইন্ডাস্ট্রির অন্দরে খুব সাধারণ হয়ে গিয়েছে। বেশিরভাগ ধারাবাহিক TRP তালিকায় অস্তিত্ব টিকিয়ে না রাখতে পারায় প্রতিযোগিতার দৌড় থেকে ছিটকে যায়। তাইতো কোনও ধারাবাহিকের মেয়াদ তিন মাস থাকে, তো কখনও আবার কোনও ধারাবাহিক শেষ হয়ে যায় মাত্র আট মাসে। আর এবার সেই কোপের মুখে পড়ল ‘বুলেট সরোজিনী’।
লাইভে এসে মনখারাপ অভিনেত্রীর
কিছুদিন আগে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের মধ্যে দিয়েই কামব্যাক করেছিলেন শ্রীময়ী চট্টরাজ। কিন্তু কয়েকদিন যেতেই এই চরিত্র থেকে অভিনয় ছেড়ে দেন শ্রীময়ী চট্টরাজ। এরপর সেই চরিত্রে আসেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। প্লটেও সামান্য পরিবর্তন আনা হয়। কিন্তু কোনো কিছুতেই স্বস্তি মিলল না, যার ফলে বাধ্য হয়েই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অভিনেত্রী দিয়া বসু ওরফে ‘সরোজিনী’ ও অভিনেতা অভিষেক বীর শর্মা ওরফে ‘রণদীপ’ লাইভ করে অনুরাগীদের সঙ্গে এই দুঃখের খবর ভাগ করে নিলেন।
অভিনেত্রী দিয়া বসু লাইভে এসে জানিয়েছেন যে, “আজ বুলেট সরোজিনীর শেষ শ্যুট হয়ে গেল। এরপর থেকে আর এই চরিত্রগুলো হবে না। আমাদের জার্নিটা ছোটো হতে পারে কিন্তু খুবই স্মরণীয় হয়ে থেকে যাবে। খুব কষ্ট পাচ্ছি আমরা সবাই। আমাদের ছুটি প্রায় থাকত না বললেই চলে। খুব কম দিন ছুটি থাকত। এত পরিশ্রমের পরে এই ফলাফলে আমরা খুবই দুঃখিত। ” অন্যদিকে অভিনেতা অভিষেক বীর শর্মা জানিয়েছেন, “আমরা এই মেগার সব কলাকুশলীরা পরিবার হয়ে গিয়েছিলাম। মেকআপ রুমেও খুব আনন্দ করে সময় কাটাতাম। এই কয়েক দিনে ‘রণজিনী’ এত ভালোবাসা পাবে, সেটা আমরা ভাবতেই পারিনি। সকলের পোস্ট দেখেও আমাদের কষ্ট হচ্ছে।”
আরও পড়ুন: গত বছরের থেকে ১০০ কোটি বেশি! এবার পুজোর অনুদানে কত খরচ করছে রাজ্য সরকার?
প্রসঙ্গত, গত ৩০ জুলাই থেকে স্টার জলসার পর্দায় ‘লক্ষী ঝাঁপি’ শুরু হয়েছে। এই মেগা সম্প্রচারিত হয় সন্ধ্যে ৬টা বেজে ৩০ মিনিট থেকে। অন্যদিকে ৫টা ৩০ মিনিটে ‘গীতা এলএলবি’ সম্প্রচারিত করা হচ্ছে। এদিকে এই সপ্তাহে TRP তালিকায় বেশি রেটিং পেয়ে শীর্ষস্থানে ৭.২ রেটিং নিয়ে উঠে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’ । এরপরে হাড্ডাহাড্ডি লড়াইতে ৬.৯ রেটিং পেয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘পরিণীতা’ ও ‘ফুলকি’। তৃতীয় স্থানে ৬.৮ রেটিং পেয়ে যৌথভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। ৬.৫ রেটিং পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘চিরসখা’, পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, পেয়েছে (৬.৩) রেটিং।