11 ইঞ্চির HD ডিসপ্লে, 8GB RAM! 13000 টাকার কমে লঞ্চ হল OnePlus-র Tab

OnePlus Pad Lite

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি নতুন ট্যাবলেট কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ যদি ভালো ব্র্যান্ড, দুর্দান্ত ফিচার্স আর দামে নাগালের মধ্যে কোনো ট্যাবলেট কিনতে চান, তাহলে রয়েছে দারুণ সুযোগ। হ্যাঁ, ওয়ানপ্লাসের নতুন OnePlus Pad Lite ট্যাব এবার ভারতের বাজারে বিক্রির জন্য প্রস্তুত। আজ আগস্ট থেকেই শুরু হয়েছে এই ট্যাব বিক্রি, তাও বিরাট ছাড়ে।

জানা গিয়েছে, এই ট্যাবলেটটি লঞ্চ প্রাইস থেকে 3000 টাকা কমে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মাত্র 12,999 টাকায় কিনতে পারবেন এই অত্যাধুনিক ফিচার্স সমৃদ্ধ ট্যাবলেটটি। তবে অফারে কী কী থাকছে আর কেনই বা কিনবেন এই ট্যাবলেট? এর ফিচার্স কী রয়েছে? চলুন সবটা জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।

দাম এবং অফার

OnePlus Pad Lite-এর দাম শুরু হচ্ছে মাত্র 15,999 টাকা থেকে। আর এটি 6GB RAM + 128GB Wi-Fi ভার্সনে পাওয়া যাবে। অন্যদিকে Wi-Fi ও 4G LTE ভার্সনটির দাম পড়বে 17,999 টাকা। সেক্ষেত্রে প্রথম সেল উপলক্ষে ওয়ানপ্লাস দিচ্ছে 2000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং বিশেষ লঞ্চ অফারে অতিরিক্ত 1000 টাকা ছাড়। অর্থাৎ, মোট 12,999 টাকাতে পাবেন এই দুর্দান্ত ট্যাবলেটটি।

আর আজ 1 আগস্ট দুপুর 12টা থেকেই এই ট্যাবলেটটি বিক্রি শুরু হয়েছে। মূলত ওয়ানপ্লাসের ওয়েবসাইট, ওয়ানপ্লাস অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর, অ্যামাজন বা ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, বাজাজ ইলেকট্রনিক্সের স্টোর থেকে এই ট্যাবলেটটি খুব সহজেই কিনে নিতে পারবেন।

উল্লেখ্য, যদি ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, তাহলে 6 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাবেন। তবে এই ট্যাবলেটটি শুধুমাত্র Aero Blue রঙেই উপলব্ধ। অন্য কোনো রঙের বিকল্পে এখনো বাজারে আসেনি।

পারফরম্যান্সে দিচ্ছে চমক

এই ট্যাবলেট রয়েছে 11 ইঞ্চির এক বিরাট HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1920×1200 পিক্সেল। আর এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট 90Hz। পাশাপাশি 180Hz স্যাম্পলিং রেট সাপোর্ট করছে। আর এতে রয়েছে MediaTek Helio G100 প্রসেসর। আর এর সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি 8GB RAM ও 128GB স্টোরেজ যুক্ত।

এই ট্যাবের ক্যামেরাতেও থাকছে বেশ চমক। কারণ সামনে ও পেছনে উভয় দিকেই 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, যা অনলাইন ক্লাস বা ভিডিও কলের জন্য যথেষ্ট। আর Wi-Fi, 4G LTE, Bluetooth 5.4, USB Type-C পোর্ট কানেক্টিভিটিও থাকছে।

আরও পড়ুনঃ প্রচুর সম্পত্তি, একাধিক সম্পর্ক! ফাঁস ধৃত বাংলাদেশি মডেল শান্তা পালের একাধিক ‘কীর্তি’

এবার ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলেও চমক দিচ্ছে এই ট্যাবলেটটি। কারণ, এই ট্যাবলেটে থাকবে 9340mAh-এর একটি বিশাল ব্যাটারি, যা 33W SuperVOOC চার্জিং সাপোর্ট নেবে। পাশাপাশি ফেস আনলকের জন্য সিকিউরিটির ফিচার দেওয়া রয়েছে। আর এই ট্যাবলেটের ওজন মাত্র 530 গ্রাম। তাই বাজেটের মধ্যে যদি উন্নত মানের ফিচার্স ও আধুনিক ডিজাইনের কোনো ট্যাবলেট খুঁজে থাকেন, তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প।

Leave a Comment