Top 10: LPG সিলিন্ডারের দরপতন, ডিএ মামলা নিয়ে সুখবর, চালক ছাড়াই কলকাতা মেট্রো! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্য রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা ১০ খবর, যা না পড়লে মিস করবেন অনেক কিছু। এলপিজি সিলিন্ডারের দাম কমা, রাজ্যের ডিএ মামলা, চালক ছাড়া কলকাতা মেট্রো, শুভেন্দু অধিকারীর মিছিলে জয়বাংলা স্লোগান, সবই হয়েছে আজ। চলুন একে একে দেখে নেওয়া যাক আজকের সেরা দশ খবর…

১০) এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৩.৫০ টাকা

মাসের শুরুতেই বিরাট স্বস্তির খবর। হ্যাঁ, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আজ সিলেন্ডার প্রতি ৩৩.৫০ টাকা কমল। আসলে প্রতিমাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি গ্যাসের দাম পুনর্বিবেচনা করে। আর আগস্ট মাসের শুরুতেও ঠিক তেমনটাই হল। তবে গার্হস্থ গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি। আগের মতোই অপরিবর্তিত রয়েছে এই সিলিন্ডারের দাম। দিল্লিতে এখন ১৯ কেজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৬৩১ টাকায়, যেখানে জুলাই মাসে পাওয়া যেত ১৬৬৫ টাকায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) রাজ্যে ডিএ মামলা নিয়ে নয়া মোড়

রাজ্যে ডিএ মামলা নিয়ে টানাপোড়েন নতুন কিছু নয়। সরকারি কর্মীরা তাদের বকেয়া পাওনা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে তারই মধ্যে দুর্গাপূজার অনুদান বৃদ্ধি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে সম্প্রতি মলয় মুখোপাধ্যায় ফেসবুকে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি আগামী ৪ আগস্ট উঠবে। আর সেদিন ১২ নম্বর কোর্টের তালিকায় মামলাটি ১৩ তম স্থানে রয়েছে। অর্থাৎ তালিকার প্রথম দিকেই এই মামলা রয়েছে। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হবে। এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) এবার চালক ছাড়াই চলবে কলকাতা মেট্রো

কলকাতা মেট্রোর মুকুটে এবার নয়া পালক। হ্যাঁ, এবার চালকবিহীন মেট্রো বা অটোমেটিক ট্রেন অপারেশন ব্যবস্থা চালু হতে চলেছে কলকাতায়। জানা যাচ্ছে, আগামী রবিবার অর্থাৎ ৩ আগস্ট মেট্রোর গ্রীন লাইন ২-এর পরিষেবা বন্ধ থাকবে এই পরীক্ষা করার জন্য। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার এটিও টেস্টিং সংক্রান্ত কারিগরি প্রয়োগের জন্যই চালক বিহীন ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে। আর সেজন্যই একদিন মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। অর্থাৎ, আগামী ২ আগস্ট যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরই এই পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। আর সেদিন রাত ১০টা ৩০ মিনিট থেকে কাজ চালু হয়ে যাবে, যা চলবে আগামী ৩ আগস্ট রাত ১১টা পর্যন্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ভারী বর্ষণের জেরে ডুবে গেল মানাকানালি সেতু

নিম্নচাপ এবং ভারী বর্ষণের জেরে বাংলায় একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কলকাতার নীচু অঞ্চলগুলো জলামগ্ন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া সহ বেশ কিছু জেলার বেহাল অবস্থা। আর এবার একটানা ভারী বৃষ্টিতে গন্ধেশ্বরী নদীর জলে ডুবে গেল বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানাকানালি সেতু। এর জেরে বিপাকে পড়েছে স্থানীয় প্রায় ৩০টি গ্রামের মানুষজন। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার থেকে একটানা ভারী বৃষ্টির জেরেই গন্ধেশ্বরী নদীর জল অত্যাধিক বেড়েছে। আর সে কারণেই মানাকানালি সেতুর উপর ৫ ফুট উচ্চতায় জল বইতে শুরু করেছে। ফলে সেতুতে এখন যাতায়াত বন্ধ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) শুভেন্দু অধিকারীর মিছিলে জয় বাংলা স্লোগান

হুগলি রাধানগরের শুভেন্দু অধিকারীর মিছিলে জয় বাংলা স্লোগান দিয়েছে তৃণমূল সমর্থক শেখ মইদুল। আর এতে ক্ষুব্ধ হয়ে শুভেন্দু পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মইদুলকে সরিয়ে দিতে বলেন। ঘটনাটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূল সমর্থক মইদুলের সাহসিকতা নিয়েও প্রশংসা হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদে আরামবাগে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে এবং শুভেন্দুর আচরণ ও মন্তব্যের নিন্দাও করেছেন। পাশাপাশি তৃণমূল দাবি করছে যে, শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) টালিগঞ্জ পর্যন্ত একাধিক মেট্রো স্টেশন সংস্কার

কবি সুভাষ থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত পিলারে ফাটল ও চিড় দেখা যাওয়ায় কলকাতা মেট্রো এবার বিরাট সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছে। কবি সুভাষ স্টেশন আগামী ৯ মাসের জন্য বন্ধ করে গোটা স্টেশন নতুন করে তৈরি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, আদিগঙ্গার উপরে থাকা পিলারগুলির স্থায়িত্ব নিয়েও দেখা গিয়েছে উদ্বেগ। টালিগঞ্জ স্টেশনসহ আরও বহু স্টেশনের পিলারে ফাটল দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর এই রিপোর্ট রেল বোর্ডে পাঠানো হবে এবং অনুমোদনের পর সংস্কার শুরু হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে বিরাট আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য প্রতিবছর ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর সঠিকভাবে টাকা বিতরণ করতে এবার ২০ দফার নতুন নির্দেশিকা জারি হয়েছে। ছাত্রছাত্রীদের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড ও পাসবুক জমা দিতে হবে এবং বিএসপি পোর্টালে সমস্ত তথ্য আপলোড করে যাচাই করতে হবে। যাচাই করার পরেই ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা প্রদান করা হবে। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে এই অর্থ প্রদান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) আমেরিকার F-35 কেনাতে না করল ভারত

সম্প্রতি ভারত আমেরিকার প্রস্তাবিত F-35 যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রযুক্তিকে গুরুত্ব দিতেই ভারত এখন তৎপর। তারা জানিয়েছে, আমদানি নয়, বরং যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করা হবে। F-35 বিমানের টেকনিক্যাল সমস্যাও ভারতের প্রতিরক্ষা খাতে বিরাট প্রভাব ফেলেছে। ব্রিটিশ নৌবাহিনীর F-35 সম্প্রতি কেরালায় আচমকা ল্যান্ডিং করে এবং ৩৭ দিন পড়ে ছিল। পাশাপাশি সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় F-35 যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এর খরচ ও নির্ভরযোগ্যতা নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) মমতার হুঁশিয়ারির বিরুদ্ধে সরব হলেন BLO-রা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে গোটা পশ্চিমবঙ্গে এখন উত্তাল রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় BLO-দের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, আপনারা রাজ্য সরকারের চাকরি করেন। তবে BLO-রা একে হুঁশিয়ারি হিসেবেই দেখছেন। তারা জানিয়েছে যে, ভুয়ো বা মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। আর এতে তারা কোনোরকম আপোষ করবে না। অনেক BLO-রা প্রতিবাদে সরব হয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, ১০০০ প্রশিক্ষিত BLO-কে বদলের মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) এবার দুর্গাপূজার অনুদান ৪৭৩ কোটি টাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৫ সালে রাজ্যের প্রতিটি দুর্গাপূজা কমিটিগুলিকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেবে বলে জানিয়েছে, যা গত বছরের তুলনায় ২৫ হাজার টাকা বেশি। এবার মোট ৪৩ হাজার ক্লাব অনুদান পাবে। আর এর ফলে রাজ্যের খরচ হবে প্রায় ৪৭৩ কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় ১০০ কোটি টাকা বেশি। এছাড়াও বিদ্যুৎ বিল ৮০ শতাংশ ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০১৮ সালে ১০ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল এই প্রকল্প। প্রতি বছর বাড়তে বাড়তে এখন তা মোটা অঙ্কের টাকায় দাঁড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment