আনলিমিটেড কলিং, দৈনিক 2GB ডেটা সহ SMS মাত্র 1 টাকায়, আজাদি প্ল্যান লঞ্চ করল BSNL

BSNL Azadi ka plan In Jusr 1 rupee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গ্রাহকদের জন্য ধামাকা প্ল্যান নিয়ে হাজির হয়েছে ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। ভারত সঞ্চার নিগম লিমিটেড জানিয়েছে, মাত্র 1 টাকার বিনিময়ে গ্রাহকরা আনলিমিটেড কলিং, SMS, দৈনিক হাই স্পিড ডেটা সহ একাধিক সুবিধা পাবেন। বলা বাহুল্য, সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটির তরফে 1 টাকার নামমাত্র মূল্যের এই প্ল্যানের নাম রাখা হয়েছে আজাদি কা প্ল্যান।

BSNL-এর 1 টাকার প্ল্যান সম্পর্কে জানুন

মূলত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে, ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি তাঁদের গ্রাহকদের জন্য মাত্র 1 টাকায় আনলিমিটেড রিচার্জ প্ল্যানটি নিয়ে এসেছে। বলে রাখি, নামমাত্র খরচে এই প্ল্যানে গ্রাহক পাবেন, আনলিমিটেড কলিং, দৈনিক 2GB করে ডেটা, প্রতিদিন 100 SMS সহ বেশ কিছু আকর্ষণীয় সুবিধা। বলে রাখি, এই প্ল্যানের বৈধতা 30 দিন।

1 টাকার প্ল্যান কারা পাবেন?

সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে 1 আগস্ট থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত উপলব্ধ থাকবে এই প্ল্যান। কাজেই এই সময়ের মধ্যে BSNL-এর এই আকর্ষণীয় অফার লুটে নিতে হবে গ্রাহকদের।

যদিও সেক্ষেত্রে শর্ত বেঁধে দিয়েছে সংস্থাটি। BSNL বলছে, মাত্র 1 টাকায় আজাদি কা প্ল্যান শুধুমাত্র ভারত সঞ্চার নিগম লিমিটেডের নতুন গ্রাহকারাই পাবেন। হ্যাঁ, BSNL তাদের পুরনো গ্রাহকদের জন্য এই সুবিধা আনেনি।

জানিয়ে রাখা ভাল, সংস্থাটি মাত্র 1 টাকার প্ল্যানের সাথে একটি ফ্রি সিম কার্ডও উপহার হিসেবে দিচ্ছে নতুন গ্রাহকদের। কাজেই, সময় থাকতে 31 আগস্টের মধ্যে এই অফারটির সুবিধা নিন।

BSNL Azadi ka plan In Jusr 1 rupee

অবশ্যই পড়ুন: ভারত, ইংল্যান্ড সিরিজের মাঝেই অধিনায়ক হলেন ঈশান কিশান, এই টুর্নামেন্টের সূচি ঘোষণা BCCI-র

উল্লেখ্য, ভারত সরকারের এই টেলিকম নেটওয়ার্ক সংস্থা সম্প্রতি গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যেখানে মাত্র 249 টাকায় গ্রাহকরা 45 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিং, দৈনিক 2GB ডেটা ও প্রতিদিন 100টি করে SMS পেয়ে যাবেন।

Leave a Comment