SLST-র বহু আবেদন বাতিল করল SSC-র! তালিকা প্রকাশ করে নয়া নির্দেশ কমিশনের

WBSSC

প্রীতি পোদ্দার, কলকাতা: এসএসসি প্রার্থীদের জন্য বড় বিপদ! স্কুল সার্ভিস কমিশন কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি অনুসারে, কিছু সংখ্যক আবেদনকারীর এসএলএসটি আবেদনপত্র বাতিলের মুখে পড়েছে। যার জেরে মাথায় হাত সকলের। তবে আশার আলো দেখিয়েছে কমিশন। প্রার্থীদের নির্দিষ্ট নথি পুনরায় যাচাইকরণ করার শেষ সুযোগ দিল SSC।

SSC-র তরফ থেকে বিজ্ঞপ্তি

আজ, শনিবার অর্থাৎ ২ আগস্ট স্কুল সার্ভিস কমিশন কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে জানানো হয়েছে যে কিছু সংখ্যক আবেদনকারীর এসএলএসটি (SLST) আবেদনপত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে বাতিলের মুখে পড়েছে। এবং এই সমস্যা সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নবম-দশম বা একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য একাধিকবার আবেদন করেছেন। সেই কারণে তাদের আবেদনপত্র আংশিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। পুনরায় সেই আবেদনপত্র সংরক্ষণ করার ক্ষেত্রেও সুযোগ দেওয়া হয়েছে।

কমিশনের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

স্কুল সার্ভিস কমিশনের তরফে ইতিমধ্যেই বাতিল হওয়া SLST- তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ৪০ জন আবেদনকারীর নাম, আবেদন আইডি এবং অন্যান্য বিবরণ দেওয়া হয়েছে। আর এই ৪০ জনকে আগামী ৪ আগস্ট, সোমবার সকাল ১১ টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের প্রধান কার্যালয়ে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে বারংবার জানানো হয়েছে শুধুমাত্র এই তালিকায় যাদের নাম আছে, তাদের জন্যই এই নির্দেশিকা প্রযোজ্য। তালিকায় নাম না থাকা অন্য কোনো আবেদনকারীকে কমিশনে যোগাযোগ করার প্রয়োজন নেই।

WBSSC

আরও পড়ুন: জোর করে ভারতে ঢোকার চেষ্টা, কলকাতা বিমানবন্দরে ভাঙচুর বাংলাদেশির!

সতর্কবার্তা কমিশনের

এদিন স্কুল সার্ভিস কমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তালিকায় থাকা ৪০ জনকে অফিসে উপস্থিত থাকার পাশাপাশি কিছু প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হল আবেদনপত্রের মূল কপি এবং একটি আসল পরিচয়পত্র। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যদি কোনো আবেদনকারী নির্দিষ্ট দিনে এবং সময়ে উপস্থিত না হন, তবে তার আবেদনপত্র চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য করা হবে। আসলে এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে একমাত্র আবেদনকারীদের আবেদনপত্র বাতিল হওয়া থেকে রক্ষা করতে পারবে।

Leave a Comment