বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের কমতে পারে রেপো রেট। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন 5 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য মুদ্রানীতি কমিটির বৈঠকে 25 বেসিস রেপো রেট কমানোর ঘোষণা দিতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। যে খবর প্রতিবেদন প্রকাশ করে ইতিমধ্যেই জানিয়েছে SBI-ও।
বাড়বে ঋণের প্রবৃদ্ধি
রিপোর্ট অনুযায়ী, আগস্টের আসন্ন মুদ্রানীতি কমিটির বৈঠকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যদি রেপো রেট কমিয়ে দেয়, সে ক্ষেত্রে সুদের হার কমানোর সাথে সাথেই বাড়বে ঋণের প্রবৃদ্ধি। রিপোর্টে দাবি করা হচ্ছে, সুদের হার কমলে দুর্গা পুজো এবং দীপাবলীর আগে ধরে প্রাণ আসবে গ্রাহকদের!
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম বৃহৎ উৎসব দীপাবলি। তাই এই উৎসব উপলক্ষ্যে সুদের হার কমানো হলে ঋণের চাহিদা অনেকটাই বাড়বে। বিশেষজ্ঞরা আশা করছেন, হয়তো রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর সাথে সাথেই বৃদ্ধি পাবে ক্রেডিটও।
অবশ্যই পড়ুন: আনলিমিটেড কলিং, দৈনিক 2GB ডেটা সহ SMS মাত্র 1 টাকায়, আজাদি প্ল্যান লঞ্চ করল BSNL
কেন রেপো রেট কমায় RBI?
ইতিমধ্যেই 100 বেসিস রেপো রেট কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে আবার কেন রেপো রেট কমাতে চাইছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি? এমন প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক। আসলে, মূল্যবৃদ্ধি কমে যাওয়ায় এই রেপোরেট কমিয়ে আনে RBI। এদিকে গত জুনে বাজারে মূল্যবৃদ্ধি অনেকটাই কমেছে। জুলাইতেও চিত্রটা খুব একটা বদলায়নি! আর সেই কারণেই চলতি মাসে রেপোরেট কমানোর পথে হাঁটতে পারে RBI।
উল্লেখ্য, ওই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, RBI 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ধারা অব্যাহত রাখবে। বলা বাহুল্য, 2017 সালের আগস্টে রেপো রেট 25 বেসিস কমিয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। যার ফলে, এক ধাক্কায় 1,956 বিলিয়ন রুপি ক্রেডিট বৃদ্ধি পেয়েছিল।
ওই রিপোর্ট বলছে, এই বৃদ্ধির অন্তত 30 শতাংশ ছিল ব্যক্তিগত ঋণের দরুণ। কাজেই, আসন্ন 5 থেকে 7 আগস্টের মুদ্রানীতি কমিটির বৈঠকে যদি শেষ পর্যন্ত RBI 25 বেসিস রেপো রেট কমিয়ে দেয়, সে ক্ষেত্রে আদতেই বাড়বে ঋণের প্রবৃদ্ধি, এমনটাই আশা সিংহভাগেরই।