ওভালে তাণ্ডব ভারতের! সচিন তেন্ডুলকরের রেকর্ড গুঁড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ

Mohammed Siraj broke Tendulkar record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার ওভালের মাঠে তাণ্ডব চালিয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। বুমরাহর অনুপস্থিতিকে পুরোপুরি কাজে লাগিয়ে ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে ছিলেন তিনি। চিনিয়েছিলেন নিজের আসল জাত।

বলা বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালের দ্বিতীয় দিনে সিরাজ একাই 16.2 ওভারে 86 রান খরচ করে 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন। আর সেই সূত্র ধরেই, এবার আন্তর্জাতিক ক্রিকেটে বড় মাইলফলক গড়ার পাশাপাশি ভেঙে দিলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের অনবদ্য রেকর্ড। কিন্তু সচিনের ঠিক কোন রেকর্ডে থাবা বসালেন সিরাজ?

সচিনের রেকর্ড ভাঙলেন সিরাজ

অনেকেই হয়তো জানেন, আন্তর্জাতিক ক্রিকেটে একজন দক্ষ ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি দুর্দান্ত লেগ স্পিনারও ছিলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যাও নেহাত কম নয়। একার হাতেই 201টি উইকেট ভেঙেছিলেন তিনি। আর এখানেই রয়েছে আসল অঙ্ক।

আসলে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের বোলিং দাপটও নজর কেড়েছিল সকলেরই। তবে এবার উইকেট সংখ্যার নিরিখে তেন্ডুলকরকেও টপকে গেলেন সিরাজ। খোলসা করে বলতে গেলে, আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের উইকেট সংখ্যা যেখানে 201, সেই পর্বে দাঁড়িয়ে 203টি উইকেট শিকার করেছেন সিরাজ। আর সেই সূত্রেই এবার ক্রিকেটের ভগবান সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন তিনি।

 

সিরাজের কেরিয়ার

ভারতীয় দলের হয়ে বহু যুদ্ধ জয় করেছেন মহম্মদ সিরাজ। তাঁর উপস্থিতি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে এ কথা বলতেই হয় যে, এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 118টি উইকেট ভেঙেছেন সিরাজ। একই সাথে ওয়ানডে ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা 71টি। এখানেই শেষ নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত মোট 64টি উইকেট তুলেছেন মহম্মদ সিরাজ।

অবশ্যই পড়ুন: গম থেকে পরমাণু এবার শুল্ক! আমেরিকার চাপে কখনও মাথা নত করেনি ভারত! সাক্ষী ইতিহাস

উল্লেখ্য, ওভালের পিচে নিজের ক্ষমতা জাহির করে 4 ইংলিশ ব্যাটসম্যানকে মাঠ ছাড়া করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নাম আরও একবার উজ্জ্বল অক্ষরে লিখেছেন সিরাজ। তবে বলে রাখি, ভারতীয় ক্রিকেটার হিসেবে গতকাল ওভালে সচিনের রেকর্ড ভাঙার পাশাপাশি ভারতীয় দলের পেস বিভাগের প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরাহকেও মাত দিয়েছেন তিনি। আসলে ওভালে অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে 4 উইকেট তুলে আপাতত ভারত বনাম ইংল্যান্ড সিরিজের সবচেয়ে সফল ভারতীয় বোলার হয়ে উঠেছেন সিরাজ।

Leave a Comment