ভারী বৃষ্টিতে ধস নেমে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! বিকল্প পথে সিকিম যাত্রা, দেখুন ভিডিও

10 No National Highway

প্রীতি পোদ্দার, কলকাতা: ভারী বৃষ্টির জেরে ফের ধসের কবলে উত্তরবঙ্গ! গতকাল অর্থাৎ শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির জেরে শনিবার সকালে তিস্তাবাজার সংলগ্ন তারখোলার কাছে জাতীয় সড়ক ১০-এর একাংশে ভয়াবহ ধস নামে। যার জেরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বাংলা ও সিকিমের যোগাযোগ ব্যবস্থা। অত্যন্ত খারাপ পরিস্থিতি এলাকা জুড়ে। এদিকে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বৃষ্টি দুর্যোগ আগামী দিনে আরও বাড়বে।

ফের ধস নামল জাতীয় সড়কে

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার সকালে দিনরাত ভারী বৃষ্টির জেরে তিস্তাবাজার সংলগ্ন তারখোলার কাছে জাতীয় সড়কের একাংশে হঠাৎ করেই ধস নামে। নিমেষেই মধ্যে ভাঙা অংশ দ্রুত বেগে বয়ে চলা তিস্তা নদীর মধ্যে দিয়ে বয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় মাথায় হাত স্থানীয়দের। অন্য দিকে, কয়েক ঘণ্টা পরেই আজ দুপুরে কালিম্পং জেলার ঋষিখোলাতে ৭১৭এ জাতীয় সড়কে হঠাৎ করে ধস নেমে যায়। পাহাড়ের উপর থেকে একের পর এক পাথর, বোল্ডার রাস্তা জুড়ে পড়ে থাকায় যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

বিপাকে স্থানীয় সহ পর্যটকেরা

বর্তমানে শিলিগুড়ি থেকে সিকিমগামী গাড়িগুলি বিকল্প পথ হিসাবে লাভা ও গরুবাথান ঘুরে যাতায়াত করছে। যদিও সেই রাস্তাগুলির অবস্থা খুব একটা ভালো নয়, ফলে দীর্ঘ হচ্ছে যাত্রাপথ এবং পণ্য পরিবহণেও সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন পর্যটকরাও। মূলত ১০ নম্বর সড়ক ও ৭১৭এ সড়ক ধরেই পণ্যবাহী গাড়ি যাতায়াত করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে দু’টি পথই একযোগে বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসার ক্ষেত্রে অনেক বড় সমস্যা তৈরি হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় আরও ধসের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: ভোটার তালিকা থেকে নাম বাদ তেজস্বী যাদবের! ‘ঠিক করে খুঁজুন’ লালুপুত্রকে বলল কমিশন

প্রসঙ্গত, গত তিন দিন ধরে রাস্তা পরিষ্কার করে ওয়ানওয়ে করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল পুলিশ প্রশাসনের তরফে। এসবের মাঝে আজ, শনিবার সকালে ফের ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক। এদিকে ভারী বৃষ্টির জেরে একের পর এক পাহাড়ি রাস্তায় ধস নামতে থাকায় একাধিক সমস্যার মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তবে এই প্রসঙ্গে কালিম্পংয়ের জেলাশাসক বালা শুভ্রমণিয়ম টি বলেন, “শিলিগুড়ি থেকে কালিম্পং রুট খোলা রয়েছে। কিন্তু বাংলা-সিকিম যোগাযোগ বন্ধ রয়েছে। সিকিমের জন্য সমস্ত যান সেভক থেকে গরুবাথান আলগাড়া হয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।”

Leave a Comment