সহেলি মিত্র, কলকাতাঃ লটারি লাগল সাধারণ কৃষকদের। এবার সকলের অ্যাকাউন্টে ঢুকল কড়কড়ে ৭০০০ টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এমনিতে শনিবার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের কৃষকদের ২০০০ টাকার ২০তম কিস্তি প্রদান করেছেন । কেন্দ্রীয় সরকারের এই সাহায্যের মধ্যে এবার রাজ্য সরকার কৃষকদের ৭০০০ টাকা দিল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কৃষকরা পেলেন ৭০০০ টাকা
অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন সরকার ‘অন্নদাতা সুখীভাব’ (Annadata Sukhibhava) প্রকল্পের আওতায় ৪৭ লক্ষ কৃষককে ৭,০০০ টাকা করে বিতরণ করেছে। এই প্রকল্পের আওতায়, প্রতিটি কৃষককে প্রতি বছর ২০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সরকারের শেয়ার করা একটি তথ্য অনুসারে, ৩,১৭৪ কোটি টাকার রাজ্যব্যাপী এই উদ্যোগের সূচনা করার সময়, মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে দুই কৃষকের হাতে চেক তুলে দেন এবং দারসি নির্বাচনী এলাকার জন্য ২৯ কোটি টাকার চেকও প্রদান করেন।
খুশি কৃষকরা
প্রকাশম জেলার দারসি মণ্ডলের পূর্ব ভিরায়াপালেম গ্রামে নাইডু প্রথম কিস্তির টাকা বিতরণ করেন। শনিবার লক্ষ লক্ষ কৃষককে দেওয়া ৭,০০০ টাকার মধ্যে ৫,০০০ টাকা রাজ্য সরকার দিয়েছে, বাকি ২,০০০ টাকা কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী-কিষাণ প্রকল্পের আওতায় দিয়েছে। ‘অন্নদাতা সুখীভাব’ হল ২০২৪ সালের নির্বাচনের জন্য নাইডুর দেওয়া একটি নির্বাচনী প্রতিশ্রুতি।
আরও পড়ুনঃ ফ্রি-তে ফাইনালে উঠেও কাজ হল না, লেজেন্ডস লিগে দক্ষিণ আফ্রিকা ঝড়ে উড়ে গেল পাকিস্তান!
দক্ষিণাঞ্চলীয় রাজ্যটি ‘অন্নদাতা সুখীভাব’ – ‘পিএম কিষাণ’ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের মধ্যে তিনটি কিস্তিতে প্রতি বছর ২০,০০০ টাকা বিতরণ করার লক্ষ্য নিয়েছে। রাজ্যের জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকার প্রথম কিস্তির জন্য ২,৩৪৩ কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে কেন্দ্র ৮৩১ কোটি টাকা প্রদান করেছে।